নওগাঁয় জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম দিলেন দরিদ্র পরিবারের এক প্রসতি মা

নওগাঁর একটি বে-সরকারী ক্লিনিকে জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম দিলেন দরিদ্র পরিবারের এক প্রসতি মা। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে (জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তানকে) এক নজর দেখার জন্য ঐ ক্লিনিকে ভীড় জমান জনসাধারন। জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম দেয়ার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টারদিকে জেলার মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিকে। তবে সংবাদ সংগ্রহকালে প্রসতি মা ও জোড়া লাগানো জমজ দুটি কন্যা শিশু সুস্থ্য আছেন বলে জানাগেছে। প্রসতী গৃহবধূর প্রতিবেশি মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদেব গ্রামের জৈনক হবিবর রহমানের ছেলে আছির উদ্দীন রানা প্রতিবেদককে জানান, চককামদেব গ্রামের দরিদ্র ভ্যান চালক সবুজ সরদার ওরফে টুকুর স্ত্রী প্রসতী ফরিদা পারভিন (২৬) এর বৃহস্পতিবার ভোর সারে ৩ টারদিকে পেটে ব্যাথা উঠলে এসময় পরিবারের লোকজন প্রসতি ফরিদা পারভিনকে প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিকে নিয়ে ভর্তি করান। এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৯ টারদিকে ডাঃ আব্দুস সোবহান ঐ ক্লিনিকে গিয়ে প্রসতি ফরিদা পারভিনকে সিজারিয়ানেশনের মাধ্যমে প্রসতীর গর্ভ থেকে জোড়া লাগানো জমজ দুটি কন্যা সন্তানের জন্ম গ্রহন করান। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে (জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তানকে) এক নজর দেখার জন্য ঐ ক্লিনিকে ভীড় জমান জনসাধারন। সংবাদ সংগ্রহকালে জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তান ও তাদের প্রসতি মা ফরিদা পারভিন সুস্থ্য আছেন বলে ও জানাগেছে। অপরদিকে জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তান এর ভ্যান চালক পিতা সবুজ সরদার ওরফে টুকু ও মাতা ফরিদা পারভিন দরিদ্র বা অভাবী হওয়ায় গ্রামের আছির উদ্দীন রানা সহ প্রতিবেশিরা জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তান ও তার মা ফরিদা পারভিন এর উন্নত চিকিৎসার জন্য মাননিয় প্রধান মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here