ঝড়ে কানাডার দ্বীপ লন্ডভন্ড, সেনাবাহিনী তলব

0
0

প্রচন্ড ঝড়ের কারণে কানাডার গালফ অফ সেইন্ট লরেন্সের দ্বীপগুলোর সাথে প্রায় সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বৃহস্পতিবার দেশটির কুইবেক প্রদেশ কর্তৃপক্ষ জনগণকে সহায়তা করার জন্য সেনাবাহিনী তলব করেছে। খবর এএফপি’র।

কুইবেক জরুরি বিভাগ জানায়, ইলেস-ডি-লা- মেডিলাইন দ্বীপের সাথে যোগাযোগের দু’টি ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্বীপটির ১৩ হাজার বাসিন্দার সাথে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম স্যাটেলাইট টেলিফোন। সেখানে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের এবং স্থানীয় বিমান বন্দরের টাওয়ার ভেঙ্গে পড়ার প্রেক্ষিতে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই সেনাবাহিনী সেখানে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।হাইড্রো কুইবেক পাওয়ার কোম্পানী জানায়, এ ঝড়ে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নোভা স্কটিয়া প্রদেশের উত্তরে অবস্থিত দ্বীপগুলোর ২ থেকে ৭ হাজার বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১৩০ কিলোমিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here