পানির নিচে বুলেট ট্রেন রুট তৈরি করছে চীন

0
84

যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনে চীনের অবস্থান সবার আগে। সমুদ্রে সেতু নির্মাণ ও উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থার পর বেইজিং এবার পানি নিচে রেলপথ তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এতে চালানো হবে উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন। বুধবার দেশটির সরকার এমনই একটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। নতুন প্রকল্পটিতে চীনের ঝেজিয়াং প্রদেশে নিংবোর সাথে সাংহাইয়ের দক্ষিণে একটি বন্দর শহর ঝৌশানের যোগাযোগ স্থাপন করা হবে। প্রস্তাবিত প্রকল্পটিতে এই প্রদেশে পর্যটকদের আকৃষ্ট করতে ৭৭ কিলোমিটার রাস্তা পারাপারে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। ‘ইয়ং-ঝোউ’ প্রকল্পটির পরিকল্পনা ২০০৫ সালে করা হলেও তা অনেক দেরিতে অনুমোদন করা হল। ৭৭ কিলোমিটারের মধ্যে ৭০.৯২ কিলোমিটার নতুন করে খনন করা হবে যার মধ্যে রয়েছে ১৬.২ কিলোমিটার সমুদ্রতল।

নতুন এই রুটে বুলেট ট্রেনটি চলার সময় এর গতি থাকবে ঘন্টায় ২৫০ কিলোমিটার তাই মাত্র ১ঘন্টায় এই রাস্তা অতিক্রম করা যাবে। এই রুটটিকে ঝেজিয়াং এর রাজধানী হেংঝোউ’র সাথেও সংযুক্ত করা হবে যাতে আরো ৮০মিনিট সময় বেশি লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here