অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় যাদের চোখের আলো নিভে যাচ্ছিলো। জীবনে নেমে এসেছিল অন্ধকারের ছায়া। অপারেশনের মাধ্যমে তাদের চোখের আলো ফিরিয়ে দিচ্ছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল।ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এমন ২১ জনের চোখের আলো ফিরিয়ে দিয়েছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার। এদের মধ্যে ১২জন নারী ও নয় জন পুরুষ রোগী রয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে এ অপারেশন সম্পন্ন করেছেন।অপারেশনের জন্য মঙ্গলবার (২৭ নভেম্বর) এসব রোগীকে রাজধানীর বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারে আনা হয়েছে। বুধবার অপারেশন শেষে একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার তাদের বাড়িতে পাঠানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভারোইল গন্ধগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত ২৬ অক্টোবর চক্ষু শিবিরের আয়োজন করেছিল বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার এবং ভিশন কেয়ার ফাউন্ডেশন।