২১ গ্রেনেড হামলা-মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

0
35

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য নথি পাঠানো হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার বিচারিক আদালত থেকে পাঠানো নথিপত্র হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌছে। দুই মামলার রায়ের সার্টিফায়েড কপি ৩৭ হাজার ৩৮৫ পাতার। এর আগে গত ১০ অক্টোবর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুালের বিচারক শাহেদ নূরউদ্দিন মামলা দুইটির রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেন আদালত। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া এ মামলার আসামি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড উচ্চ আদালতে অনুমোদন হতে হয়। তাই এ সংক্রান্ত নথিপত্র গতকাল হাইকোর্টে পাঠানো হয়। এখন প্রধান বিচারপতির নির্দেশে মামলার সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি হলে তা শুনানির জন্য উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here