হেলিকপ্টারে যোগে সৌজন্য স্বাক্ষাতে এলেন জাপা মহাসচিব

0
0

জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, গত দুই দিন গনমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সময় স্বল্পতার কারনে তিনি আইনের আশ্রয় নিতে পারেননি। তবে তিনি আইনী পদক্ষেপ নিবেন বলে জানান। এ ছাড়া গনমাধ্যমে তার বিরুদ্ধে এ অবিচারের জুলুমের বিচারের ভার তিনি আল্লার উপর ছেড়ে দেন। এ সময় তিনি আরে বলেন, মহাজোট জোটবদ্ধ ভাবে নির্বাচন করবে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে সব পরিস্কার হয়ে যাবে। আজ দুপুর দেড়টায় পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয়ে এ সব কথা বলেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা রিটার্নিং অফিসারের সাথে দেখা করেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। দুপুর একটার সময় হেলিকপ্টার যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নামেন জাপা মহা সচিব রুহুল আমিন। এ সময় তার বহনকারী হেলিকপ্টার কর্ডন করে রাখে পুলিশে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যলয় নেয়া হয় বাড়তি নিরাপ্তা। প্রায় ৪০ মিনিট জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করে তিনি ফিরে যান। তার এ আগমনে পটুয়াখালীর রাজনীতিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম জানান, জাপা মহাসচিব সৌজন্য স্বাক্ষাত করতে এসেছিলেন। তফসিল ঘোষণার পর হেলিকপ্টারে আসায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় নি। তবে হেলিকপ্টার নিয়ে নির্বাচনী প্রচারণা করা যাবে না। এর আগে তিনি তার গ্রামের বাড়ি আঙ্গারিয়ায় আসেন সকালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here