আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবানের চোরাগোপ্তা হামলায় অন্তত ২২ পুলিশ নিহত হয়েছে। রোববার রাতে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ওই রাতে ফারাহর লাশ-ই জোভেন জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বহরের ওপর চোরাগোপ্তা হামলা চালায় তালেবান যোদ্ধারা।পুলিশের মুখপাত্র মোহেবুল্লাহ মোহেব চোরাগোপ্তা হামলার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। প্রাদেশিক হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২২টি মৃতদেহ আনা হয়েছে।হামলায় জ্যেষ্ঠ কমান্ডারসহ ২৫ পুলিশ নিহত এবং চারটি গাড়ি ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন তালেবান মুখপাত্র ক্বারি ইউসুফ আহমদি। এ সময় বহু সংখ্যক অস্ত্রও তাদের হাতে এসেছে বলে জানিয়েছেন তিনি। ইরান সীমান্ত সংলগ্ন জনবিরল ফারাহ প্রদেশের প্রত্যন্ত গ্রাম এলাকাগুলোর অধিকাংশই তালেবান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।