বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট উইং কমান্ডার আরিফ আহেমদ দীপুর জানাযা নামাজ শনিবার দুপুরে নিজ এলাকার পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের স্থানীয় মাদরাসা মাঠে সম্পন্ন হয়েছে।
জানাযা শেষে তার লাশ বিমান বাহিনীর তত্বাবধানে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সামরিক কবরস্থানে দাফন করা হবে। নিহত উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের একমাত্র ছেলে। তার নামাজে জানাযায় বিমান বাহিনীর এয়ার কমোডর মোঃ ইউসুফ আলী, উইং কমান্ডার তোহিদ আলম, পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।উলে¬খ্য, শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজি জেট ফাইটার বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। তিনি পাবনার বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মনোয়ার হোসেন জায়েদীর জামাতা।