–অসমাপ্ত/আমেনা ফাহিম
যদি নতুন কোনো
গল্পের খোঁজ পাই
আবার একটি কবিতা লিখব,
গল্পের শেষ পাতায়
অসমাপ্ত যে জীবন রবে
সে জীবনের ভুলগুলো
নতুন করে লিখব।।।
শুকনো ঝর্নার পাথুরে বুকে
আবার ফুটঁবে ফুল
আবার মুছে দিবো
কিশোরীর চোখের জল,
যে রাত্রি পিপাসী আত্মার
পিপাসা বোঝেনি,,,
সে রাত্রির কথা ও লিখব,
লিখেই যাবো।।।
গল্পের কোনো ভাঁজে
যদি তোমার স্মৃতিগুলো
আবার আমায় পিছু ডাকে,
নতুন করে পৃথিবী সাঁজাবো,,,
তুমি দেবে তো আঙুলের ছোঁয়া?
তুমি রবে তো?
নতুন করে বাঁধবো খেলাঘর,,
মেঘ রোদ্দুর বৃষ্টির খেলাঘর,,,
তুমি আসবে তো?
আবার একটি কবিতা লিখব।।।।