সিরাজদিখানে দুই গ্র“পের সংঘর্ষ, টেঁটা বিদ্ধসহ আহত ২৪

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্র“পের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ২৪ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে এ সংঘর্ষ শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন-মিলন (৩০), আসাদ মোল্লা (৪৫), জামাল মোল্লা (৫০), মাসুম (৪০), খোকন সরকার (৪৫), আক্তার মুন্সী (২৮), জাকারিয়া (২২), আক্তার মোল্লা (২৮), মুজিবর মুন্সী (৫৫) ও মোক্তার হোসেন(২৭)। বাকিরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ জানান, প্রায় ৪০ বছর ধরেই বংশগতভাবে মোল্লাকান্দি গ্রামের নুরু বাউল ও নাছির মোল্লা গ্র“পের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে কয়েকবার সংঘর্ষও হয়েছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও দুই গ্র“পের মধ্যে আবারো সংঘর্ষ বাধে। চার/পাঁচ গ্রামের মানুষ এ দুই গ্র“পে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজনের পাল্টা-পাল্টি হামলা ও বাড়িঘর ভাংচুর করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের আটক করতে বাড়িগুলোতে তল্লাশি করা হচ্ছে। তবে, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। উল্লেখ্য, চলতি বছরের ৮ আগস্ট বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আহত তকবির হোসেন মোল্লা পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যা মামলায় ১ নভেম্বর ৩৫ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here