কুড়িগ্রামের চারটি আসনে লাঙল চান ১০ নেতা

0
0

কুড়িগ্রামের চারটি আসন থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন ১০ জন নেতা।

এর মধ্যে কুড়িগ্রাম-১ আসন থেকে ১জন, দুই আসন থেকে ৫জন, তিন আসন থেকে ২জন ও চার আসন থেকে ২জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।কুড়িগ্রাম-১ আসন থেকে একক মনোনয়ন প্রত্যাশী হলেন— ৪বারের জাতীয় সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম মোস্তাফিজার রহমান মোস্তাক।এ ব্যাপারে নাগেশ্বরী জাতীয় পার্টির সদস্য সচিব আমপ আনিছুর রহমান বলেন, এখানে এমপি মোস্তাক সাহেবের প্রতি সকল নেতানেত্রী আস্থাশীল আর সেকারণে এখানে অন্য কেউ প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন নাই।

এছাড়াও জাতীয় পার্টির নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক ও নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান মিয়া জানান, এই আসনে আমরা জোটগতভাবেই নির্বাচন করবো। তৃণমূলের মানুষ মোস্তাফিুজর রহমান মোস্তাক এমপির প্রতি সমর্থন ও ভালোবাসা রয়েছে। এবারও তিনি জয়ী হবেন। তবে তিনি এও দাবি করেন, জোট হোক কিংবা না হোক আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের ছোটভাই জিএম কাদের, পার্টি চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের পালিত পুত্র সাদ এরশাদ, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) আব্দুস সালাম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিল্পপতি পনির উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদ্য প্রয়াত এমপি তাজুল ইসলাম চৌধুরীর ছোট ভাই চৌধুরী সফিকুল ইসলাম। জেলা সদরে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা নড়বরে থাকলেও নাম না প্রকাশ করার স্বার্থে জাপার বেশ ক’জন নেতা জানিয়েছেন কেন্দ্র যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করবো। যেহেতু দীর্ঘ দিনের এই আসনটি জাতীয় পার্টির দখলে রয়েছে এবারও এই আসনটি দখলে রাখতে চান তারা। তবে তারা অনেকেই বলছেন কুড়িগ্রামের বাইরে কাউকে মনোনয়ন দিলে আসনটির হিসাবনিকাশ অন্য রকম হয়ে যেতে পারে।

কুড়িগ্রাম-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদ্য নির্বাচিত বর্তমান এমপি ডা. আক্কাছ আলী সরকার এবং কেন্দ্রীয় নেতা আবু তাহের খায়রুল হক এটি।স্থানীয় নেতারা বলেন, এমপি মাঈদুল ইসলাম মারা যাওয়ার পর উপ নির্বাচনে ডা. আক্কাছ আলী সরকার বিজয়ী হন। তবে এবারের নির্বাচনে কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দিকনা কেন তার পক্ষেই আমরা কাজ করবো।কুড়িগ্রাম-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন গত ১০ম জাতীয় সংসদে জাপা মনোনিত প্রার্থী ইউনুছ আলী এবং সাবেক রাষ্ট্রদূত এবং পার্টি চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের কুটনৈতিক উপদেষ্টা মেজর (অব:) আশারাফ উদ দৌলা তাজ।

পার্টির একাধিক নেতা বলেন, এই আসনটি দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির থাকার পরে গত ২টি সংসদ নির্বাচন থেকে জাপার হাত ছাড়া হয়েছে। সঠিক নেতৃত্বের হাতে লাঙল তুলে দিলে আবারও নিশ্চিত বিজয় সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here