‘মাদার অফ হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ মন্ত্রিসভায় অনুমোদন

0
0

‘মাদার অফ হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা ২০১৮’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সমাজকল্যাণে তার ভাবমূর্তির স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হবে। প্রতিবন্ধী, বয়স্ক, বিধবাসহ সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করা পাঁচজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিবছর ২ জানুয়ারি ‌‌‘সমাজকল্যাণ দিবসে’ এই পদক দেওয়া হবে।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, পদক পাওয়া প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও ২ লাখ টাকার চেক দেওয়া হবে। প্রতিবছর ২ জানুয়ারি এ পদক দেওয়া হবে। নির্ধারিত বাছাই কমিটির মাধ্যমে পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হবে।

পদক কোন শ্রেণির পদক হবে, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা স্বাধীনতা ও ২১ পদকের সমমানের হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ‘শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here