র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সহায়তায় বণ্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে উদ্ধার হওয়া বিরল প্রজাতির টোকান ও ইকলেকটাস প্যারোটের ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে। বর্তমানে পার্কের কোরাইন্টনে (বিশেষ বেষ্টনী) তাদের রাখা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে বণ্য প্রাণী অপরাধ দমন ইউনিট সাফারী পার্ক কর্তৃপক্ষের কাছে পাখি তিনটি হস্তান্তর করেন।
বণ্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, গত শনিবার (১৭ই নভেম্বর) উত্তরার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১ এর সহায়তায় বণ্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল পাখিগুলো উদ্ধার করে। এর মধ্যে বিরল প্রজাতির দুটি টোকান পাখি রয়েছে যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
তিনি আরও জানান, টোকান পাখি বিরল প্রজাতির, এরা দেখতে অনেকটা ধনেশের মতো। ধারণা করা হচ্ছে পাচারকারীরা বিদেশ থেকে এসব পাখি নিয়ে এসেছে। আন্তর্জাতিক বাজারে এসব পাখি খুবই দামী বলে বিবেচিত। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বর্তমানে পাখি তিনটিকে পার্কের বিশেষ বেষ্টনীতে (কোরেন্টাইনে) রাখা হয়েছে। এখানে তাদের ২১ দিন রাখা হবে তবে পার্কে বিভিন্ন প্রজাতির পাখি থাকলেও টোকান পাখি ছিল না।