পাবিপ্রবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

0
0

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবষের্র প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কমিটি সকাল ১১টায় অতিরিক্ত রেজিস্ট্রারের কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর উপস্থিতিতে ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিজস্ব ক্যাম্পাসসহ পাবনা শহরের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ছিল ৩৬ জন। ৯২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৩ হাজার ২৬০ জন। পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৭১ দশমিক ৩৪ এবং পাশের হার ২৬ দশমিক ২৮।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ৫টি অনুষদের অধীনে ৯২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলাফলসহ ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট-www.pust.ac.bd এবং admission1819.pust.ac.bd  এ পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here