সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই অংক এক মাসের মধ্যে সর্বোচ্চ। আর আগের দিন মঙ্গলবারের চেয়ে ১০০ কোটি ৫ লাখ টাকা বেশি।
গত ১১ অক্টোবর ডিএসইতে ৬৪৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। এরপর আর লেনদেন ৬০০ কোটির ‘ঘর’ অতিক্রম করেনি।বুধবার সেই লেনদেন ৬০০ কোটি ছাড়িয়ে ৬৩১ কোটি ৬১ লাখ টাকায় উঠেছে।তবে লেনদেন বাড়লেও সূচক কমেছে দুই বাজারে।বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট কমেছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২ দশমিক ৬২ পয়েন্ট। লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৫ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৬০ পয়েন্টে।অন্যদিকে সিএসইতে ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৪ দশমিক ৫১ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।