প্রেম ভালোবাসা মানবতা, সব অনুভূতির উর্ধ্বে এখন জোবেদা খাতুন। রাতের আধাঁরে নিজ সন্তানরা যখন রাস্তায় ফেলে যান, তখন মানবতার ফেরিতে উঠা আসা দুই শিক্ষার্থী উদ্ধার করে ঠাঁই দেয় মাদারীপুর সদর হাসপাতালের বিছানায়। সেখানেও জীবন-যন্ত্রণায় কাতরিয়ে অবশেষে সোমবার রাতে পৃথিবীর আলো-বাতাস থেকে নিদায় নেয় জাবেদা খাতুন। মঙ্গলবার সকালে মাদারীপুর পৌর কর্তৃপক্ষ বেওয়ারিশ মৃতদেহ হিসেবে শাহ্মাদার দরগা শরীফ কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, গত ৩১ অক্টোবর গভীর রাতে মাদারীপুর শকুনী লেক পাড়ের রাস্তায় ফেলে যায় বৃদ্ধা জোবেদা খাতুনকে (৭০)। বিলাস হালদার ও মেহেদী হাসান নামে দুই শিক্ষার্থী ১ নভেম্বর সকালে হাটতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তারা ভর্তি করান মাদারীপুর সদর হাসপাতালে। প্রথম দিন নিজের নাম আর সন্তান-বউ মিলে ফেলে রেখে যাওয়ার কথাটুকু বলতে পেরেছিল। তারপর থেকে আর কথা বলতে পারেনি। ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনার দ্রুত ছড়িয়ে পড়লে সিভিল সার্জন, সমাজসেবা কর্মকর্তা ও মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ এগিয়ে ছুটি আসেন।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. ফরিদ উদ্দিন মিয়া জানান, ‘বৃদ্ধাকে সদর হাসপাতালে ভর্তির পর থেকে যথাযথ প্রক্রিয়াতে চিকিৎসা সেবা দেয়া হয়। যেসব ওষুধ হাসপাতালে নেই, সেসব সমাজসেবা অফিসের মাধ্যমে কিনে চিকিৎসা দেয়া হয়। সোমবার রাতে বৃদ্ধার শারিরীক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ নিবিড় পর্যাবেক্ষণ করেন। তবে তিনি আর ফিরে আসেনি। রাত আনুমানিক সোয়া ৮টার দিকে তিনি মারা যায়।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৭০ বছর বৃদ্ধা জোবেদা খাতুনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকার হওয়ার পরেও তার আত্মীয়-স্বজনদের পাওয়া যায়নি। জোবেদা খাতুন নিজেও ঠিকানা দিতে পারেনি। তাই হাসপাতালে ভর্তির পর থেকে উদ্ধারকারি দুই শিক্ষার্থী প্রতিদিন তার সেবা-যতœ করতেন। ফলে তার মৃতুতে তীব্র ক্ষোভ আর চোখে-মুখে আগুনের ছায়া এনে আসে উদ্ধারকারী দুই যুবকের।
উদ্ধারকারি শিক্ষার্থী মেহেদী হাসান জানান, ‘আমরা অনেক চেষ্টা করেছি তার পরিচয় পাওয়ার বিষয়। কিন্তু অনেক চেষ্টা করেও তার মুখ থেকে কোন বাক্য বের করতে পারিনি। এখন সে সব কিছুর উর্ধ্বে, তার আর পরিচয়ের দরকার হবে না। যে সন্তানরা এমন বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেছেন, তারাও তো একদিন বৃদ্ধ হবে। আমি দোয়া করি, তাদের সন্তানরা যেন এমন ব্যবহার না করে। তাহলে তারা বুঝবে, কতটা অসহায় হয়ে মারা যেতে হয়।’
আরেক উদ্ধারকারি বিলাস হালদার কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমরা উদ্ধার করার পর থেকে প্রতিদিন সকাল বিকেলে তার খোঁজ খবর নিয়েছি। নিজের মায়ের মতো যতœ করেছি। তার মৃত্যুতে আমার বুকটা ফেটে যাচ্ছে। শুধু একটাই কথা বলবো, কোন সন্তান যেন এমন নির্মম না হয়। আর যেন কোন মাকে এভাবে অযতœ অবহেলায় মরতে না হয়।’ শুধু মেহেদী আর বিলাস নয় এলাকাবাসীও চান, বৃদ্ধার সন্তানদের খুঁজে বের করে আইনের আওতায় আনার।
এব্যাপারে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, ‘আমরা অজ্ঞাত বেওয়ারিশ মৃতদেহ পৌর পরিষদের মাধ্যমে কাফন-দাফক করে থাকি। এই বৃদ্ধার কথা শুনে খুব কষ্ট হচ্ছে। কোন সন্তান যে বৃদ্ধ মায়ের সাথে এমন ব্যবহার করতে পারে, ভাবতেই খুব কষ্ট হচ্ছে। তাই মঙ্গলবার সকাল ৯টায় শাহমাদার দরগা কবরস্থানে তাকে যথাযথ ধর্মীয় প্রক্রিয়ায় অজ্ঞাত পরিচয় জোবেদা খাতুনকে দাফন করা হয়।
আর মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ‘যে সন্তানদের দশ মাস পেটে ধারণ করেছে, সেই সন্তানদের মায়ের প্রতি এমন নির্মম অবহেলা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা চেষ্টা করেছি, বৃদ্ধার যথাযথ চিকিৎসা সেবা করার। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছে। তার পরিচয় নিয়ে যদি কেউ আসে, তাহলে সঠিক তদন্ত সাপেক্ষে বিষয়টি বিবেচনা করা হবে।’
কুড়িয়ে পাওয়া বৃদ্ধার সেবা-যতœ করে যে উদারহণ সৃষ্টি করেছেন সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী বিলাস হালদার ও মেহেদী ইসলাম, এমন অনুভূতিতে প্রতিটি সন্তান তার পিতা-মাতাকে সেবা করুক, এমনটাই দাবী সচেতন মহলের।
সাবরীন জেরীন,মাদারীপুর।