তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো: কাদের

0
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো। সোমবার (১২ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণাকে স্বাগত জানায় আওয়ামী লীগ।তফসিল ঘোষণার আগ থেকেই বিএনপি নির্বাচনের তারিখ ১ মাস পেছানোর দাবি জানিয়েছে আসছিলো। নির্বাচন কমিশন (ইসি) সোমবার নির্বাচনের তারিখ ১ সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ঘোষণা করেছে।নির্বাচনের তারিখ পেছানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইসি নির্বাচনের তারিখ না পেছালেও বিএনপি নির্বাচনে আসতো। কারণ তারা ইতোমধ্যে নির্বাচনে এসে গেছে। এরপরও ইসির নতুন তারিখ ঘোষণাকে আমি স্বাগত জানাই। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি ও জমা দেওয়া আজই শেষ হচ্ছে। আগামী ১৪ নভেম্বর সম্ভাব্য সব মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।ওবায়দুল কাদের আরও বলেন, এবার দলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বোর্ড বিচার-বিশ্লেষণ করে দেবে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে কয়েকটি সার্ভে করা হয়েছে। বিদেশি সংস্থাও সার্ভে করে তথ্য আপডেট করে দিয়েছে। ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে। সভানেত্রী শেখ হাসিনা সরাসরি প্রার্থীদের ইন্টারভিউ নেবেন।আওয়ামী লীগের টিকিট পাওয়া মানেই বিজয়ী এটা ভ্রান্ত ধারণা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু পত্রিকায় এসেছে যে আওয়ামী লীগের টিকিট পাওয়া মানেই বিজয়ী। এটা একটা ভ্রান্ত ধারণা— যারা মনে করেন তারা বড় মাপের ভুল করছেন। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here