করদাতাদের সম্মাননা দিয়ে আয়কর বিভাগও সম্মানিত: মেয়র নাছির

0
0

সেরা করদাতাদের সম্মাননা দিয়ে আয়কর বিভাগও সম্মানিত হয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার (১২ নভেম্বর) দুপুরে নগরের জিইসি কনভেনশন হলে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলা ও নগরের ৩৯ জনকে সেরা করদাতার সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, নিজেদের স্বার্থে দেশকে এগিয়ে নিতে হবে। সরকার উদ্যোক্তাদের ট্রেড ফ্যাসিলিটি দিচ্ছে, ব্যাংক লোন দিচ্ছে।শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে, শিক্ষকদের বেতন দিচ্ছে। দেশের অকাঠামোগত উন্নয়ন করছে। সবই কর, রাজস্ব ও ভ্যাটের মাধ্যমে করছে সরকার।

তিনি বলেন, আয়কর নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনা ও সমালোচনা আছে। এটা বাস্তবতা। দেশের যে অগ্রগতির পেছনে উদ্যোক্তা ও চাকরিজীবীদের। তারা কর দিয়েছেন বলেই দেশের এ উন্নতি। উন্নত দেশের স্বপ্ন দেখি আমরা। এর জন্য দেশপ্রেম দরকার। তাহলে দেশকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। নির্ধারিত জাতীয় দিবসগুলোর বাইরেও দেশপ্রেমের পরিচয় দিতে হবে।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) রওশন আরা আক্তার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম উইম্যান চেম্বার সভাপতির সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা।সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল ১ এর কমিশনার মো. মোতাহের হোসেন।বক্তব্য দেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার হারুন অর রশীদ, কর অঞ্চল-৩ এর কমিশনার মো. মাহবুবুর রহমান, কর অঞ্চল-৪ এর কমিশনার মো. লুৎফূল আজীম বলেন, কর আপিলাত ট্রাইব্যুনাল দ্বৈত বেঞ্চের সদস্য মো. ইকবাল হোসেন, কর আপিল অঞ্চলের কমিশনার নাজমুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এমএ আক্কাস, সেরা করদাতা সালাউদ্দিন কাশেম খান, অসিত কুমার সাহা, দিদারুল আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here