১৩০ কোটি ডলারে কোডিং কো¤পানি গিটহ্যাব কিনলো মাইক্রোসফট

0
0

প্রায় ১৩০ কোটি ডলার সম-পরিমাণ অর্থ পরিশোধ করে কোডিং কো¤পানি গিটহ্যাব কিনেছে বিল গেটসের মাইক্রোসফট কর্পোরেশন। গতকাল শনিবার বিশ্বের বৃহৎ ক¤িপউটার অপারেটিং সিস্টেম নির্মাতা কো¤পানিটি প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিকভাবে গিঠ্যাব কিনতে ১৩০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। তবে কো¤পানিটি মোট ৭৫০ কোটি ডলারে কিনবে মাইক্রোসফট। ইতোপূর্বে চলতি বছরের জুন মাসেই এই ক্রয়চুক্তিতে স্বাক্ষর করে মাইক্রোসফট। তবে মাইক্রোসফট জানিয়েছে, স¤পূর্ণ নগদ অর্থে গিটহ্যাব কিনছেনা তারা। বাকি ৬২০ কোটি ডলারের মাধ্যমে মাইক্রোসফট গিটহ্যাবের পুঁজিবাজারের সকল দেনা ও বিনিয়োগকারীদের মুনাফা পরিশোধ করবে ।

মূলত কো¤পানিটির শতভাব স্টক কিনে নেয়ার প্রেক্ষিতে এই ধরণের চুক্তি করে মাইক্রোসফট। কো¤পানিটি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। গিটহ্যাব যুক্তরাষ্ট্রের বাজারে তাদের কোডিং হোস্টিং সেবার জন্য সফটওয়্যার নির্মাতা কো¤পানিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরপরেই চলতি বছর কো¤পানিটি কিনে নেয়ার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here