সিউলে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

0
0

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে আরও ১১ জন।
আজ শুক্রবার ভোরে ভবনের তিন তলায় আগুন লাগে। তবে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি দমকল বাহিনী। দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের অধিকাংশ দিনমজুর এবং হকার ছিলেন। তাদের সকলের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। ভবনের এক রুমের ছোট রুমগুলোতে মেস করে থাকতেন তারা। ভবনটি অনেক পুরাতন হওয়ায় এটি বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। পাশের ভবনের এক বাসিন্দা বলেন, ‘আমি চিৎকার শুনে বাইরে বেরিয়ে ওই ভবনে আগুন দেখতে পাই।’

দক্ষিণ কোরিয়া প্রযুক্তিগতভাবে বেশ উন্নত একটি দেশ। বিশ্বে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে এর অবস্থান ১১তম। তবে এখানে এমন অনেকেই আছেন, যারা উন্নতির ধরাছোঁয়ার বাইরে কোনোমতে জীবন সংগ্রামে টিকে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here