যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ইয়ান ডেভিড লং (২৮) নামের এক সাবেক নৌ-সেনাকে শনাক্ত করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার হামলার সময় বারটিতে গানের অনুষ্ঠান চলছিল। তখন সেখানে উপস্থিত প্রায় ২০০ মানুষের অধিকাংশই ছিল কলেজ শিক্ষার্থী। পুলিশের ধারণা, হামলার পর ইয়ান ডেভিড আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ইয়ান ডেভিডের মানসিক অসুস্থতার রেকর্ড ছিল। ২০১৭ সালের এপ্রিলে মানসিক চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন তিনি। পরে তাকে সুস্থতার ছাড়পত্র দেন চিকিৎসকরা। তবে হামলা থেকে বেঁচে আসা ব্যক্তিরা জানিয়েছেন, হামলাকারী সম্পূর্ণ ঠাণ্ডা মাথায় গুলি চালিয়েছে। এ হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে ক্যালিফোর্নিয়া থাউজেন্ড ওয়াস শহরের বর্ডারলাইন বারে এ ঘটনা ঘটে। বারটিতে রোন হেলাস নামে যে পুলিশ কর্মকর্তা মারা গেছেন তিনি ভেন্টার শেরিফের সার্জেন্ট ছিলেন। তিনি গত বছরে অবসর নেন। তাকে কয়েকবার গুলি করা হয়েছে। পরে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়।