পরিক্ষা কেন্দ্রে ঘড়ি নেই কেন?

0
0

১৪ সেপ্টেম্বর ২০১৮ থেকে শুরু হয় ২০১৮-১৯ সেশনে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা | পরীক্ষা কেন্দ্রে ঘড়িসহ যেকানোে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা নিষিদ্ধ | একদিকে সময়ের সঠিক ব্যবহার করে এক ঘন্টার মধ্যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যদিকে ঘড়ি ব্যবহার করা নিষিদ্ধ, তাই সময়ের সঠিক প্রয়োগের ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে ঘড়ি থাকা বাধ্যতামূলক | অথচ যেসব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় তার বেশির ভাগ কেন্দ্রে কোনো ঘড়ি থাকেনা, যা একজন পরিক্ষার্থীর জন্য খুবই বিব্রতকর এবং সময়ের প্রতি লক্ষ্য রেখে প্রশ্নপত্র সমাধানের ক্ষেত্রে একটি বড় বাধা |

১৫ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটে ভর্তি পরিক্ষা শেষে রবিন নামের এক ছোট ভাই বলল-তার সিট পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ৫০৫৪ নং কক্ষে যেখানে কোনো ঘড়ি ছিল না |পরিক্ষা শেষ হওয়ার ৫ মিনিট আগে টিচার বলেছিল যে -“তোমাদের আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে |” আর সময়কে আন্দাজের মাপকাঠিতে বাঁধতে না পেরে তোর পরিক্ষা খারাপ হয় কেননা সব প্রশ্নগুলোর সমাধান করতে পারেননি |  শুধু রবিন নয় ,এরকম হাজারো পরীক্ষার্থী একটি ঘড়ির অভাবে সময়ের যথাযথ প্রয়োগ করতে পারেন না | ফলে দিন -রাত পরিশ্রম করে ঠিকমত না খেয়ে না ঘুমিয়ে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যে স্বপ্ন দেখে ভর্তি পরিক্ষার প্রস্তুতি নিয়েছিলেন সব কিছু ভেস্তে যায় |তাদের সকল স্বপ্নগুলো ধুলিসাৎ হয়ে যায় | পরীক্ষার্থীরা বেশিরভাগই গ্রাম থেকে আসেন ,তারা সাহস করে তাদের হলে দায়িত্বরত শিক্ষক কিংবা শিক্ষিকাকে বারবার বলতে পারেন না যে, স্যার বা ম্যাম টাইম কত? তাছাড়া পরিক্ষার হলে কথা বলার কোনো নিয়ম নেই জিজ্ঞেস করতে গিয়ে হতে পারে হিতে বিপরীত যদি টিচার প্রশ্ন বুঝতে না পারেন দিতে পারেন নকলের অভিযোগ কিংবা এক্স ফেল হবার ও ভয় থাকে |

এবার আমি আপনাদের দেখাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের যেসব কক্ষে(কেন্দ্রে) ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয় অথচ কোনো ঘড়ি নেই অথবা মিছে মিছে ঘড়ি দেয়ালে টাঙানো অর্থাৎ নষ্ট ঘড়ি | কলাভবনের প্রথম তলা ১০২২ এবং ১০৮৮ নং কক্ষে ঘড়ি আছে কিন্তু নষ্ট |দ্বিতীয় তলা ২০৬৬,২০৬৭ এবং ২০৯৮ নং কক্ষের ঘড়ি নষ্ট এবং ২০৯২ নং কক্ষে কোনো ঘড়ি নাই |তৃতীয় তলায় ৩০১৭ নং কক্ষের ঘড়ি নষ্ট |চতুর্থ তলা ৪০১৭,৪০২৮,৪০৩০, নং কক্ষের ঘড়ি নষ্ট এবং ৪০৪৬ নং কক্ষে কোনো ঘড়ি নেই |পঞ্চম তলা ৫০১৪ নং কক্ষের ঘড়ি নষ্ট এবং ৫০৩০ ও ৫০৫৪ নং কক্ষে কোনো ঘড়ি নেই | ষষ্ঠ তলাতে পরিক্ষা চলার কারনে প্রবেশ করা সম্ভব হয়নি তবে ষষ্ঠ তলার হলগুলোতে আমার একাডেমিক পরিক্ষা দেয়ার সুবাধে জানি যে,ওখানে পর্যাপ্ত ঘড়ি নেই কেননা হলগুলো অনেক বড় বড় যার ফলে সামনের দেয়ালে শুধু একটি ঘড়ি থাকলে পিছনের সিটে বসা শিক্ষার্থীদের পক্ষে সময় দেখা সম্ভব নয়, কারন দূর এবং মাঝে বিল্ডিং এর পিলার(খুঁটি) বাঁধা হয়ে দাঁড়ায় | এছাড়া ও লেকচার থিয়েটার ভবনের দ্বিতীয় তলার বিএ-৩ খ নং রুম এবং তৃতীয় তলার ৩০১ এবং ৩১০ নং কক্ষের ঘড়ি নষ্ট | আপনাদের সম্মুখে শুধুমাত্র দুটি ভবন থেকে একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরলাম,তার ভিতর থেকেও হয়ত অনেক বাদ পড়ে গেছে, কেননা রুমে ক্লাস চলার কারনে অনেক রুমে প্রবেশ করতে পারিনি |

কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এ চিত্র মোটমুটি প্রতিটি পরিক্ষা কেন্দ্রের |  ২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম ,সেখানকার অবস্থাও ছিল একইরকম | সোশ্যাল সাইন্স বিল্ডিং এর একটি রুমে আমি পরীক্ষা দিয়েছিলাম যেখানে পরীক্ষার সময় ছিল বিকাল তিনটা থেকে চারটা কিন্তু ঘড়িতে তখন সময় ছিল সকাল পনে দশটা এবং ঘড়িটি ছিল বন্ধ মানে নষ্ট |

তাই আশা করব, আগামীতে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেসব স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটা কেন্দ্রে ঘড়িটা যেন অন্তত ঠিক থাকে |

লেখকঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী, দর্শন বিভাগ ,ঢাকা বিশ্ববিদ্যালয় |
আবাসিক শিক্ষার্থী,স্যার এ.এফ.রহমান হল,ঢাকা বিশ্ববিদ্যালয় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here