আজ ২৯ এপ্রিল ২০১৮ রোজ রবিবার সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তায় সাগর সৈকত কনভেনশন সেন্টার এ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম এর সমর্থনে প্রচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গাজীপুর মহানগর শাখা কর্তৃক গঠিত কেন্দ্র ভিত্তিক কমিটির সাথে মতবিনিময় সভা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের জনসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপির কাজ হচ্ছে মিথ্যাচার করা, বিভান্ত্র করা, বিএনপি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের মাথায় টুপি থাকবে না, মসজিদে উলুুধ্বনি হবে। আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশের মসজিদে আজান হবে না, আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশের মসজিদে তালা ঝুলবে। আওয়ামী লীগকে ভোট দিলে টুপি মাথায় দেয়া যাবে না । আওয়ামী লীগকে ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। এইত সেদিন বলল-জোড়াতালি দিয়ে পদ্মা সেত ুনির্মাণ করা হচ্ছে কিছু টিকবে না ,রিক্স আছে।
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন-জাতির পিতার স্বপ্নকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার শান্তি চিন্তা দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ এর আলোকে শুধু দেশকে নয়, গোটা বিশ^কে আজ পথচলার আলো দিচ্ছেন। জনগণের ক্ষমতায়ন এর কারণেই আজ বাংলাদেশ ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত। উন্নয়নের এক নতুন ধাপে আজ বাংলাদেশ। তার দূরদর্শি নেতৃত্বেই বাংলাদেশ আজ গরীব দেশের শৃংখল থেকে বেরিয়েছে। কিন্তু রাজনীতির এই ধারাই এখন একমাত্র ধারা নয়। সু-রাজনীতির পাশাপাশি কু-রাজনীতিও আছে। যার সূত্রপাত বাংলাদেশে ঘটিয়েছিলেন জিয়াউর রহমান। রাজনীতিকে ডিফিক্যাল্ট করার নামে জিয়া আসলে সৎ রাজনীতিকেই গলাটিপে ধরেছিলেন। জিয়ার ধারায় তার স্ত্রী বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে আজ জেলে। তাদের ছেলে তারেক জিয়া আজ বিশে^র সবচেয়ে বড় দুর্নীতিবাজদের একজন।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আলহাজ¦ এডভোকেট মো: জাহাঙ্গীর আলমকে নৌকা মার্কায় ভোট ভোট দেওয়ার আহবান জানান।
গাজীপুর মাহানগর যুবলীগ আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশন এর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ এডভোকেট মো: জাহাঙ্গীর আলম, যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মো: আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক মুহা: বদিউল আলম, ফজলুল হক আতিক, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ড: সাজ্জাত হায়দার লিটন, শহীদ কামরান প্রিন্স মোহব্বত, শফিকুল ইসলাম, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, নির্বাহী সদস্য রওশন জামির রানা প্রমুখ।
এ সময় গাজীপুর মহানগর যুবলীগ কেন্দ্র ভিত্তিক ৫৭ ওয়ার্ডের ৪২৫ টি ওয়ার্ড কমিটির তালিকা মেয়র প্রার্থী আলহাজ এডভোকেট মো: জাহাঙ্গীর আলম এর হাতে তুলে দেয়া হয়।