গাজীপুরের আতঙ্কের নাম পুলিশ সুপার হারুন আর রশিদ : রিজভী

0
0

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন আর রশিদের পদত্যাগ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গাজীপুরে আতঙ্কের নাম এসপি হারুন। আজ রোববার রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির এই নেতা। গাজীপুরে নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, ‘গাজীপুরের এক মূর্তিমান আতঙ্কের নাম এসপি হারুন। তার লাগামছাড়া ক্ষমতার অপব্যবহারে গাজীপুরবাসীর স্বপ্নে-দুঃস্বপ্নে দিনরাত্রী এক হয়ে গেছে। আমরা শুরু থেকে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নির্বিকার। আমি অবিলম্বে গাজীপুরের এসপি হারুনের প্রত্যাহার দাবি করছি। একইসঙ্গে দুই সিটিতে নির্বাচনী পরিবেশ তৈরি এবং কালো টাকার ছড়াছড়ি বন্ধের উদ্যোগ নিতে ইসির প্রতি জোর দাবি জানাচ্ছি।’

দুই সিটিতে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতন-নিপীড়ন চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, ক্রসফায়ারের ভয় দেখানো হচ্ছে, এমনকি নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করছে পুলিশ।’

রিজভী আরও বলেন, ‘গত দুদিন আগে গাজীপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহসহ ৪৫ জন নেতাকর্মী ২০ দলীয় জোট প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর নগরীর বিভিন্ন এলাকায় পুলিশি হয়রানি ও হুমকি ধামকি দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। গতকালও টঙ্গী বিএনপির কার্যালয়ে পুলিশ অবস্থান নিয়ে ভীতির সৃষ্টি করে, যাতে নেতাকর্মীরা ভয়ে দলীয় অফিসে না আসে।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দাবি করে এই নেতা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও অবনতি হয়েছে। তার পছন্দানুযায়ী হাসপাতাল ও ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।