বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায় বলেই সরকার তার পাসপোর্ট ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেÑ এ অভিযোগ করে দলটির নেতারা বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি রেখে এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না আর সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার দলীয় এক মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফের এমন বক্তব্য আসে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই মিলাদের আয়োজন করা হয়। পরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাতে অংশ নেন নেতা-কর্মীরা।
মোশাররফ বলেন, সরকার আতঙ্কে আছে। এ দেশের জনগণ তাদের সমর্থন করে না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই আওয়ামী লীগ আস্তাকুঁড়ে চলে যাবে। জনগণের কাছে তাদের কোনো পাত্তা থাকবে না- এই ভয়ে তারা আতঙ্কিত।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই মামলায় দন্ডিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী ও তার সরকারের মন্ত্রীদের বক্তব্যকে আবোল-তাবোল কথা’ হিসেবে বর্ণনা করেন খন্দকার মোশাররফ।
তিনি বলেন, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এই রাজনৈতিক আশ্রয়ের ব্যক্তি যতদিন না সেখানকার হোম মিনিস্ট্রিকে বলবেন যে নিজের দেশে যাওয়ার জন্য তার পরিবেশ হয়েছে। তার আগে তাকে দেশে ফিরিয়ে আনার কোনো ক্ষমতা কারও নেই।এই বিএনপি নেতার দাবি, শেখ হাসিনা ‘যেভাবে’ আনতে চান, সেভাবে তারেককে দেশে ফেরানো সম্ভব হবে না।তারেক রহমান বীরের বেশে আসবেন। জনগণ চাইবে, তখন তাকে দেশে ফিরিয়ে আনবে।২০০৮ সালে সপরিবারে লন্ডন যাওয়ার পর আর ফেরেননি তারেক। সেখানে থাকা অবস্থায় বাংলাদেশের আদালতে দুটি মামলায় তার সাত ও দশ বছরের সাজার রায় হয়।গত ৮ ফেব্র“য়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি দুর্নীতি মামলায় দন্ডিত হয়ে কারাগারে গেলে লন্ডনে থাকা তারেককেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। যে পাসপোর্ট নিয়ে তারেক লন্ডন গিয়েছিলেন, তার মেয়াদ ২০১৩ সালে ফুরিয়ে যাওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত ২৩ এপ্রিল বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তার পাসপোর্ট যুক্তরাজ্য সরকারের কাছে ‘সারেন্ডার’ করেছেন। এর মধ্য দিয়ে তারেক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেই তিনি মনে করেন।প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৪ এপিল যে সংবাদ সম্মেলন করেন, সেখানে প্রথমবারের মত দলটি স্বীকার করে নেয় যে, তারেক তার পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসে জমা দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য। ফখরুলের দাবি, তারেক নাগরিকত্ব ত্যাগ করেননি।কারাবন্দি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, দেশনেত্রীকে একটি মানবেতর পরিবেশে রাখা হয়েছে, একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে রাখা হয়েছে। এ অবস্থায় আমরা শুনতে পাচ্ছি আমাদের নেত্রীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে।তিনি বলেন, আইনের মারপ্যাঁচে নানা অজুহাতে দেশনেত্রীর জামিন বিলম্বিত করা হচ্ছে। আমাদের দাবি অবিলম্বে আমাদের নেত্রীকে মুক্তি দিন, যাতে তিনি পছন্দমত হাসপাতালে চিকিৎসা নিতে পারেন।
খালেদা জিয়া মুক্তি না পেলে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ।অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ মিলাদের আগে বক্তব্য দেন।