বুধবার ভোররাতে ইস্টার্ন ইস্কাটন গার্ডেন নামের ভবনের ১১ তলায় মো. মোশারফ হোসেনের ফ্ল্যাট থেকে ওই অর্থ উদ্ধার করা হয়। গার্মেন্ট ব্যবসায়ী মোশারফ মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এ ঘটনায় তাকে পলাতক দেখিয়ে বুধবার রমনা থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। এ বিষয়ে জানতে চাইলে র্যাব-২ এর অধিনায়ক মো. আনোয়ারুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ ইস্কাটনের ওই বাসা থেকে ১০ কোটি টাকা উদ্ধার করা হয়। টাকাগুলো দেশে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য জড়ো করা হয়েছিল। “কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে টাকাগুলো ব্যবহারের জন্য আনা হয় বা কারা কী কারণে মজুদ করেছে সেটা সম্পর্কে নিশ্চিত হতে আরও অনুসন্ধান করতে হবে। দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” তবে মোশারফ হোসেনের স্ত্রী নাসরিন হোসেন দাবি করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নয়, ওই টাকা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের। “কিছু দিন আগে গাজীপুরে আমাদের একটি স্পিনিং মিলে আগুন লাগলে সেখানে কোটি টাকার কটন পুড়ে যায়। সেখানের টাকা বাসায় রাখা ছিল।”
তার স্বামী পলাতক নন দাবি করে নাসরিন হোসেন বলেন, “তিনি একটু আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি পলাতক নন। কোনো অন্যায়ের সঙ্গেও তিনি জড়িত নন।” বাসায় র্যাবের অভিযানের পর আতঙ্কে আছেন জানিয়ে তিনি বলেন, “স্পিনিং মিলে আগুন লাগায় আমার স্বামী ট্রমায় আছেন। তিনি সুস্থ হলে সত্য ঘটনা সবার সামনে তুলে ধরা হবে।”