গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঃ মঙ্গলবার প্রতীক বরাদ্ধ 

0
0

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা সোমবার সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্ধ হবে। প্রতীক পেয়েই প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়বেন। প্রার্থীদের অনেকেই ইতোমধ্যে নিজের নির্বাচনী ইশতেহার প্রস্থুতির কাজ সম্পন্ন করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (সোমবার) আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে আরো এক মেয়র প্রার্থী মহাজোটের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মনোনীত রাশেদুল হাসান রানা প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে রবিবার হাইকমান্ডের নির্দেশে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী মহানগর জামায়াতের আমির এসএম সানাউল্লাহও তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর সর্বশেষ মেয়র পদে প্রতিদ্বন্দ্বি মোট প্রার্থীর সংখ্যা হলো-৭। এছাড়া গত দুইদিনে ২৮৭জন সাধারণ আসনের কাউন্সিলরের মধ্যে ৩১জন এবং ৮৭জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের মধ্যে তিনজনসহ মোট ৩৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে ২০ দলীয় জোটের বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে থেকে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনীর মোতায়েনের দাবি জানিয়েছেন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের সহকারি রিটার্নিং অফিসার মো. তারিফুজ্জামান জানান, আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মেয়র পদে মোট ১০জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। যাচাই বাছাইকালে এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু গত দুইদিনে ওই দুই প্রার্থী এসএম সানাউল্লাহ ও রাশেদুল হাসান রানা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাতজন। তারা হলেন, আওয়ামীলীগের মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. হাসান উদ্দিন সরকার, ইসলামি ঐক্যজোটের মো. ফজলুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, কমিউনিস্ট পার্টির গাজী রুহুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দিন। তিনি আরো জানান, গত দুইদিনে ২৮৭জন সাধারণ আসনের কাউন্সিলরের মধ্যে ৩১জন এবং ৮৭জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের মধ্যে তিনজনসহ মোট ৩৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে সর্বশেষ হিসেবে এবারের নির্বাচনে মেয়র পদে ৭জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৬ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪জন সহ মোট ৩৪৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাসদ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ॥
এদিকে জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক শওকত রায়হান জানান, জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে স্বাধীনতার সপক্ষের সকল শক্তি আজ ঐক্যবদ্ধ। তাই স্বাধীনতা বিরোধীদের রুখতে দলের হাইকমান্ডের নির্দেশে জাসদ মনোনীত মেয়র প্রার্থী রানা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সোমবার বিকেলে তার প্রার্থীতা প্রত্যাহার করে ১৪দলের প্রার্থী জাহাঙ্গীর আলমকে সমর্থন দিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আগে জাসদের মেয়র প্রার্থী রাশেদুল হাসান রানা দলের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ছয়দানা এলাকাস্থিত বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন এবং সমর্থন দেন। এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক শওকত রায়হান ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোঃ আনোয়ারুল হক, জাসদের গাজীপুর মহানগর শাখার সাধারন সম্পাদক একরামুল হক খান সোহেল, গাজীপুর সোসাইটির সভাপতি এ্যাড. মোঃ শফিকুল ইসলাম বাবুল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ ও অধ্যক্ষ মহিউদ্দিন মহিসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী
২০ দলীয় জোটের বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সাত দিন পূর্ব থেকে নির্বাচন এলাকায় টহলসহ প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনীর মোতায়েনের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দৃশ্যমানভাবে নাম ও র‌্যাঙ্ক ব্যাচসহ ইউনিফর্ম পড়ে দায়িত্বপালন করার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সোমবার দুপুরে টঙ্গী আরিচপুর এলাকায় বাসভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাসান উদ্দিন সরকার ওই দাবি জানিয়েছেন। এসময় গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, সাধারন সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাজহারুল আলম, জেলা বিএিনপির সিনিয়র সহসভাপতি মো. সালহউদ্দিন সরকার, জেলা হেফজতের যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন, বিএনপি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. শওকত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় হাসান উদ্দিন সরকার নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের প্রেফতারসহ সবরকম পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি নির্বাচনী প্রচারনা সভা, সমাবেশ ও উঠোন বৈঠকে সরকারিসদলসহ সকল দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার অনুরোধ করেন। এলাকায় সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি এবং অবৈধ কালো টাকার ছড়াছড়ি বন্ধ করতে হবে। তিনি নির্বাচনে নিরপেক্ষ ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারদের নিজ থানা ও পোলিং অফিসারদের নিজ ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব দেয়া যাবে না। তিনি সকল গণমাধ্যমে প্রচার প্রচারণায় অংশগ্রহণকারী প্রতিটি দল ও প্রার্থীর ক্সেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। গণমাধ্যম কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার এবং নির্বিঘেœ সংবাদ সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করতে বলেন তিনি।

মতবিনিময় সভায় গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোট মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক এমপি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএিনপির সিনিয়র সহসভাপতি মো. সালাহউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, মীর হালিমুজ্জামান ননী, মো.শওকত হোসেন সরকার, জেলা হেফজতের যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে গাজীপুর জেলা ও মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (হেফাজতে ইসলামী) নেতাদের সাথে নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন হাসান উদ্দিন সরকার। এসময় গাজীপুর জেলা বিএনপিরন সভাপতি ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, জমিয়তে উলামায়ে ইসলাম আমির মুফতি মাসুদুল করিম, সাধারণ সম্পাদ মাওলানা জাহাঙ্গীর হোসেন কাসেমী, যুগ্ন সম্পাদক মুফতি নাসির উদ্দিন, আবুল বাসেত কাসেমী, মুফতি শাহাদাত হোসেন, হাফেজ সোহেল মাহমুদ, মাওলানা আবুল হোসাইন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন প্রত্যহার করলেন মোট ৩৬ প্রার্থী ॥
গাজীপুর সিটি নির্বাচনের প্রত্যহারের শেষদিন সোমবার পর্যন্ত দুই মেয়র প্রার্থীসহ ৩১জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩১ ও ৩জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, সোমবার পর্যন্ত মেয়র পদে মোট দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারকৃতরা হলেন- জাসদ মনোনীত প্রার্থী মো. রাশেদুল হাসান রানা ও স্বতন্ত্র প্রার্থী মো. সানাউল্লাহ।

সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারকৃত তিনপ্রার্থী হলেন-মোসা. মমতাজুন্নাহার (১৩নং ওয়ার্ড), নাজমা হোসেন (১৬নং ওয়ার্ড) এবং সামসাদ ফারজানা (১৮নং ওয়ার্ড)।

সাধারণ কাউন্সিলর পদে ৩১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন-মো. আব্দুল মোতালেব মিয়া (৩নং ওয়ার্ড), খন্দকার মো. সালাহ উদ্দিন (৬নং ওয়ার্ড), আলমগীর কবির আলম (১১ নং ওয়ার্ড ) মো. নাহিদ সরকার মিল্টন (১৩ নং ওয়ার্ড), ঝর্ণা তানভীর (১৩ নং ওয়ার্ড), জাহাঙ্গীর আলম (১৭ নং ওয়ার্ড), মো. হযরত আলী পালোয়ান (১৮ নং ওয়ার্ড), মো.আব্দুল সামাদ (১৯ নং ওয়ার্ড), আনোয়ারুল ইসলাম (২০ নং ওয়ার্ড), মো. আব্দুর রহমান (২২ নং ওয়ার্ড), মো. জাহাঙ্গীর আলম ( ২৪ নং ওয়ার্ড), এমএ আজমী তুহিন (২৪ নং ওয়ার্ড), আহম্মদ আলী রুশদী (২৭ নং ওয়ার্ড), ডা. আজিজুর রহমান (২৮ নং ওয়ার্ড), মো. নাসির উদ্দিন মোল্লা (৩০ নং ওয়ার্ড), মো. সাদ্দাম হোসেন তন্ময়, মো. শফিকুল ইসলাম ও মনসুর আলী আহম্মদ (৩৭ নং ওয়ার্ড) মো. জাহিদুর রহমান (৩৮ নং ওয়ার্ড), মো. ফজলুল হক ( ৪০ নং ওয়ার্ড), মো. আবুল কাশেম (৪২ নং ওয়ার্ড), নাসরিন আক্তার (৪৪ নং ওয়ার্ড), মো. মামুনুর রহমান (৪৫ নং ওয়ার্ড), শাহিনুল ইসলাম (৪৬ নং ওয়ার্ড), মো. রজ্জব আলী (৪৭ নং ওয়ার্ড), কাজী নুরুল আমিন (৫০ নং ওয়ার্ড), মোহাম্মদ মনিরুজ্জামান খান ও মোহাম্মদ কামরুজ্জামান খান (৫১ নং ওয়ার্ড), মো. বদরুল আলম পাশা ও মোহাম্মদ আসাদুজ্জামান নূর (৫২ নং ওয়ার্ড), এবং নিয়ামত উল্লাহ ভ’ইয়া (৫৪ নং ওয়ার্ড)।

মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৬জন প্রার্থীসহ মোট ৩৪৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. রকিব উদ্দিন মন্ডল জানান, মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বচনের প্রার্থীদেও প্রতীক বরাদ্ধ হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫লাখ ৬৯ হাজার ৯৩৫ এবং নারী ভোটার ৫লাখ ৬৭হাজার ৮০১। ৪২৫টি কেন্দ্রের ২৭৬১টি কক্ষে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর হতে এটি হবে দ্বিতীয় নির্বাচন।