যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টে বন্দুকধারীর হামলায় নিহত ৩

0
0

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেনেসি প্রদেশের ন্যাশভিল এলাকার একটি রেস্টুরেন্টে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগ্ন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত চারজন। এছাড়া গুলিতে আহত হয়েছেন আরও অন্তত চারজন।

স্থানীয় সময় রবিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ন্যাশভিল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ন্যাশভিল পুলিশ বলছে, ন্যাশভিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপশহর অ্যান্টিওচের ওয়াফেল হাউস রেস্টুরেন্টে রোববার ভোর সাড়ে ৩টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, হামলাকারীকে অপর এক ব্যক্তি বন্দুক দিয়ে হামলার জন্য উৎসাহিত করেছে। ওই হামলাকারী নগ্ন ছিল। হামলার পর সে পায়ে হেঁটে পালিয়ে গেছে। ছোট চুলের এই হামলাকারী শ্বেতাঙ্গ।

নগ্ন ওই হামলাকারী ইলিনয় অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী যুবক ট্র্যাভিস রেইঙ্কিং বলে পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে। ওয়াফেল হাউস রেস্টুরেন্টে হামলার সময় ব্যবহার করা গাড়িটি রেঙ্কিংয়ের নামে নিবন্ধিত বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।