শ্রীপুরে আন্তঃজেলা তিন ডাকাত গ্রেফতার

0
75

গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ বৃহষ্পতিবার ভোররাতে আন্তঃজেলা তিন ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, এলইডি টেলিভিশন ও ১৫টি মোবাইল সেটসহ ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার চেঁচুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শমসের আলী, রংপুর জেলার গঙ্গাচরা থানার পাইকান গ্রামের মতিউর রহমানের ছেলে রাশিদুল ইসলাম এবং লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার উত্তর পারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে মো. শরিফুল ইসলাম।

শ্রীপুর মডেল থানার এসআই শহিদুল হক মোল্লা জানান, গত ২৩মার্চ শ্রীপুরের দমদমা ব্রীজের পাশে রাস্তায় গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে একদল ডাকাত। এসময় তারা মাইক্রোবাস আরোহীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার বিশদিনের মধ্যে ওই ঘটনায় জড়িত ডাকাতদের সনাক্ত করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বৃহষ্পতিবার ভোররাতে গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুত মোড় ও ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য শমসের আলী, রাশিদুল ইসলাম ও শরিফুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদকালে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ডাকাতির বিভিন্ন মালামালসহ ল্যাপটপ, এলইডি টেলিভিশন ও ১৫টি মোবাইল সেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।