ক্যাম্প থেকে পালিয়ে গাজীপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবতী আটক

0
156

গাজীপুরে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবতী মঙ্গলবার পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃতের নাম ছনুয়ারা (১৮)। সে মিয়ানমারের নাগরিক সকিল আহমেদের মেয়ে। জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে সম্প্রতি স্বজনদের সঙ্গে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয় ছনুয়ারা। সেখান থেকে দালালের মাধ্যমে বের হয়ে মঙ্গলবার গাজীপুরে আসে ওই রোহিঙ্গা যুবতী। সে গাজীপুরের পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে। এসময় তার কথাবার্তায় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবতী নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছে। এসময় সে পুলিশকে জানায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সে থাকতো। দালালের মাধ্যমে ওই ক্যাম্প থেকে পালিয়ে সে গাজীপুরে আসে পাসপোর্টের জন্য আবেদন করে। আবেদন ফরমে গাজীপুরের কাপাসিয়ার ঠিকানা ব্যবহার করেছিল সে।