গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে খায়রুল সভাপতি, রাহিম সম্পাদক নির্বাচিত

0
134

গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০১৮-১৯ নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো: খায়রুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন) সভাপতি ও রাহিম সরকার (দৈনিক জনতা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), যুগ্মসম্পাদক মো. মনিরুজ্জামান (সাপ্তাহিক ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মো. জান-এ-আলম (সাপ্তাহিক ঘটনার আড়ালে), কোষাধ্যক্ষ হাজীনুর রহমান শাহীন (দি ইনডিপেন্ডেন্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম (আমাদের কন্ঠ), দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন (দৈনিক আজকের জনতা), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে সারওয়ার হোসেন (সাপ্তাহিক আজকের গাজীপুর) এবং নির্বাহী সদস্য পদে মো. মুজিবুর রহমান (ইত্তেফাক), অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), শাহ সামসুল হক রিপন (দৈনিক যুগান্তর), আবুল হোসেন (যায়যায়দিন), শরীফ আহমেদ শামীম (কালের কন্ঠ), মো. আমিনুল ইসলাম (জাগোনিউজ) ও মো. হুসাইন ইমাম (দৈনিক মাতৃছায়া)। তাদের মধ্যে সহ-সভাপতি মো. আলমগীর হোসেন এবং ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক পদে সারওয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।