পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম পিন্টু (২৮) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একই দলের প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। রোববার সন্ধ্যায় তাকে গুলি ও এলোপাথারী ভাবে কুপিয়ে আহত করে একই দলের প্রতিপক্ষ সন্ত্রাসীরা। নিহতের দাদা জামাল হোসেন সদরুল আলম পিন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সদরুল আলম পিন্টু উপজেলার চর রুপপুর গ্রামের আব্দুল আজাদের ছেলে।
পারিবারিক সুত্র ও পুলিশ জানায়, রোবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাকশী রুপপুর মোড়ে সদরুল আলম পিন্টুকে প্রথমে গুলি করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পরে এলোপাথারী কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ছয়টার দিকে মারা যায় সদরুল আলম পিন্টু। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, আমি শুনেছি গুলিবিদ্ধ সদরুল আলম পিন্টু মারা গেছে। বিস্তারিত জানা নেই। পরে বলতে পারবো।
স্থানীয় একাধিক সুত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ কর্মী জানান, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে একই ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনি’র এক হাত কেটে নিয়ে মোটর সাইকেলে উল্লাস করেছিলেন এই সদরুল আলম পিন্টু। ধারণা করা হচ্ছে, টুনটুনি গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছে।