নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা প্রায় ২০০টি সংস্থার মধ্যে থেকে ১২০টিকে প্রাথমিকভাবে মনোনীত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।এসব সংস্থা বিরুদ্ধে কোনো দাবি-আপত্তি বা অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম-সচিব) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান জানান।
তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ অভিযোগকারী নাম-ঠিকানা, ফোন নম্বরসহ আবেদন দাখিল করতে হবে। শুনানি শেষে তা গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। যোগ্যতা সম্পন্ন সংস্থাগুলোকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিবে কমিশন।নিবন্ধনের জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি। আবেদন করার সময় ছিল গত বছরের ৭ নভেম্বর পর্যন্ত।ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আসাদুল হক জানান, পর্যবেক্ষক হতে নিবন্ধনের জন্য ১৯৯টি সংস্থা আবেদন করেছিল। এর মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে ৭৯টি সংস্থা।দাবি-আপত্তি নিষ্পত্তির পর পর্যবেক্ষক সংস্থার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চালু হয়। ২০০৮ সালে ১৩৮টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। তখন নিবন্ধনের মেয়াদ ছিল একবছর। পরে এ মেয়াদ পাঁচ বছর করে নীতিমালা প্রণয়ন করা হয়।২০১১ সালে ১২০টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। এসব সংস্থার নিবন্ধনের মেয়াদ ২০১৬ সালের জানুয়ারিতে শেষ হওয়ার পর কমিশন তা আরও একবছর বাড়ায়।ইসি কর্মকর্তারা জানান, উল্লেখযোগ্য সংখ্যক সংস্থা ভোট পর্যবেক্ষণে যায় না। যেসব সংস্থা পর্যবেক্ষণ করে তাদের মধ্যে কিছু সংস্থা নিয়মিত ইসিতে প্রতিবেদন জমা দেয় না। এজন্য এবার সংস্থার প্রয়োজনীয় কাগজপত্র এবং বিগত নির্বাচনের সময় তাদের কার্যক্রম খতিয়ে দেখা হবে।