চেক প্রতারণা মামলায় আহমেদ শরীফের ৩ মাসের কারাদণ্ড

0
0

চেক প্রতারণার মামলায় চলচিত্র অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখ এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার ইফতেখার হোসেন সোহাগ সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ পলাতক ছিলেন।

এর আগে ২০১৪ সালের ৩০ এপ্রিল মোশারফ হোসেন সুমন নামে একব্যক্তিকে ১ লাখ ৬৭ হাজার টাকা টাকার একটি চেক দেন অভিনেতা আহমেদ শরীফ। ওই চেকটি ক্যাশ করার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকের উত্তরা শাখায় ২০১৪ সালের ২২ মে জমা দেওয়া হয়। একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। ফলে বাদি ২০১৪ সালের ২০ জুলাই আদালতে মামলা দায়ের করেন।