স্থানীয় ভোটেও সেই পুরনো আওয়ামী সন্ত্রাস: বিএনপি

0
0

সারা দেশে স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানে চলমান নির্বাচনে ‘অতীতের মতই আওয়ামী চেতনার সন্ত্রাস’ চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলেল জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংসদে জনগণের কোনো প্রতিনিধি নেই। ক্ষমতাসীনেরা গণতন্ত্রকে দূরের তারা’ বানিয়েছে।বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণ বেআইনি। এটি দুদক আইনে নেই।রুহুল কবির রিজভী বলেন, টাঙ্গাইলে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবদুল মালেককে।রিজভী বলেন, হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট ও ব্যালেট বাক্স ছিনতাইয়ে ‘পুরনো রক্তাক্ত ঘটনারই’ পুনরাবৃত্তি ঘটছে এ নির্বাচনে।পূর্বের মতই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে। সবকিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল, নির্বিকার হয়ে বসে আছে। আমি ইসির এই নিশ্চল ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।

এই ভূমিকা অব্যাহত থাকলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।সব সময় তারা চেয়ে থাকেন যে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবুজ বাতিটি কখন জ্বলবে আর লাল বাতিটি কখন জ্বলবে- ওইটা দেখে তারা পদক্ষেপ নেবেন।ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ভোট চলছে। এর মধ্যে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার একটি করে ইউনিয়ন, ঘাটাইলের ছয়টি ইউনিয়ন এবং এলেঙ্গা পৌরসভার নির্বাচন হচ্ছে।

স্থানীয়দের বর্ণনা থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের গুপ্তবৃন্দাবন দাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওই সময়ই আবদুল মালেক গুলিতে নিহত হন বলে পরিবারের অভিযোগ।রিজভী দাবি করেন, ক্ষমতাসীন দলের ‘সন্ত্রাসীরা’ ওই কেন্দ্রে ব্যালেট পেপারে সিল মারার সময় মালেক প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

সংবাদ সম্মেলন থেকে ফেনী, যশোর, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোরও প্রতিবাদ করেন রিজভী।রিজভী বলেন, উচ্চ আদালতের বিচারকেরা রিভিউ পিটিশন বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। এটি অত্যন্ত সুস্পষ্ট যে রিভিউ পিটিশনটি দুদক স্বপ্রণোদিত হয়ে করেনি, সরকারের নির্দেশেই দুদক এটি করেছে। খালেদা জিয়াকে আরও বেশি হয়রানি করা এর উদ্দেশ্য। পিটিশন দাখিল সম্পূর্ণ হীন রাজনৈতিক উদ্দেশ্যমূলক।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জবাবে রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচন করতে সরকার যে সবকিছু ঠিকঠাক করে রেখেছে, এটি কারও জানতে বাকি নেই। বর্তমান সংসদে জনগণের কোনো প্রতিনিধি নেই। এরা (সরকার) গণতন্ত্রকে ‘দূরের তারা’ বানিয়েছে। লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বৈরাচারী’ সরকারের দ্বারা নির্বাচনকালীন সরকার গঠিত হলে তা একদিকে যেমন অবৈধ হবে, অন্যদিকে তাদের দ্বারা কখনোই সুষ্ঠু, অবাধ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, এবার গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে না বর্তমান ‘গণবিরোধী’ সরকার।আজ দেশের কয়েকটি অঞ্চলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন বিষয়ে রিজভী বলেন, নির্বাচনগুলোয় আগের মতোই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে। নির্বাচনকে ঘিরে হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ইতিমধ্যে টাঙ্গাইলের কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলার নাজিরহাট পৌর নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আলমগীরের বাড়িতে হামলা এবং আহমদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবকিছু জেনেও নির্বাচন কমিশনের নির্বিকার ভূমিকা পালন করছে বলে তিনি অভিযোগ করেন এবং তীব্র নিন্দা জানান।বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, জয়ন্ত কুমার কুন্ডু, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে।