স্বাধীনতার স্বপ্ন – জাহিদ শরীফ নাসিম।

0
0

স্বাধীনতার স্বপ্ন।
———————–
স্বাধীন হবার স্বপ্ন বুকে নিয়ে আজও দিবারাত্রি উৎকণ্ঠা,
সেই যে পলাশীতে পরাধীনতার শৃঙ্খল পরলাম!!
এখনো বদলাতে পেরেছি কি দিনটা?
পথে প্রান্তরে ফুটপাতে আশ্রয়হীন অসংখ্য শীর্ণকায়
রোগাক্রান্ত মুমুর্ষের যন্ত্রণায় ঘুরে ফিরছে গণতন্ত্র,
জনতার সংবিধান অন্ধকার জীর্ণ কুঠুরিতে বন্দী,
আস্তাকুঁড়ের আবর্জনা ভ্রষ্টাচারী নেতার হাতে স্বাধীনতা,
নির্দোষ বঞ্চিত-প্রবঞ্চিত মানুষের ভাগ্যফল তারাই করে নির্ণয়।

স্বাধীন হবার স্বপ্ন বুকে নিয়ে আজও দিবারাত্রি উৎকণ্ঠা,
সেই যে পলাশীতে পরাধীনতার শৃঙ্খল পরলাম!!
এখনো বদলাতে পেরেছি কি দিনটা?
রক্তাক্ত বাংলার অন্ধকার বন্দীশালার কোটরে, কলঙ্কীত পলাশী প্রান্তরে,
বিস্মৃতপ্রায় ক্ষুদিরাম বাঘা যতীন সুর্যসেন
প্রীতিলতা ভাষানী মুজিব কত
শত শত অতৃপ্ত অন্তরাত্মার মাঝে
আজও কেঁদে ফেরে স্বাধীনতা।
পথে প্রান্তরে গৃহন্দরে অত‍্যাচারিতা
ধর্ষিতা, বঞ্চিতা-প্রবঞ্চিতা নারীর চোখ
খুঁজে ফেরে স্বাধীনতা।

স্বাধীন হবার স্বপ্ন বুকে নিয়ে আজও দিবারাত্রি উৎকণ্ঠা,
সেই যে পলাশীতে পরাধীনতার শৃঙ্খল পরলাম!!
এখনো বদলাতে পেরেছি কি দিনটা?

ঢাকা: ১৯ শে মার্চ ২০১৮ ইং।
জাহিদ শরীফ নাসিম।