শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

0
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যায় বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ও রোববার সকালে দক্ষিণ রূপসীসহ আশপাশের এলাকা থেকে ওই পাঁচজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান।

উদ্ধারকৃতরা হলেন রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক মাসুদুর রহমান লতিফ (১৮), একই এলাকার নাসির উদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার (২৬), জয়নাল মিয়ার ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম রিপন ওরফে বাবু (২০), রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু (২৮) ও পূর্ব ধোলাইরপার এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৫)।

ওসি মনিরুজ্জামান জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুলতানা কামাল সেতুর উত্তর-পূর্ব পাশে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় তুষারের লাশ। আর রোববার সকালে শীতলক্ষ্যা নদীর নোয়াপাড়া এলাকার আশপাশ থেকে সাইফুল, লতিফ, জাসিম এবং সকাল ১০টার দিকে শরীফের লাশ পাওয়া যায় বলে জানান ওসি। এদিকে এ ঘটনায় কেউ নিখোঁজ না থাকায় ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌবাহিনীর সমন্বিত এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এ ঘটনায় নৌকার পাঁচ যাত্রী নিখোঁজ হন। জানা যায়, সুলতানা কামাল ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীর দক্ষিণ রূপসীঘাট থেকে একটি নৌকা পূর্বপাড়ের উদ্দেশে রওনা দেয়। এ সময় একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কায় ওই নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১৪-১৫ যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ জন নিখোঁজ, বাকিরা সাঁতরে ওপরে ওঠেন।