গাজীপুরের জেলা প্রশাসকের সরকারি মোবাইল নস্বর ক্লোন করে এক শ্রেণীর অসাধুচক্র বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদানের নামে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এ ব্যাপারে জনগণকে সাড়া না দিতে এবং জনসচেতনতা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার (ভ’মি)কে নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, এক শ্রেণীর অসাধুচক্র তার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে গত কয়েক দিন যাবৎ বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিকট আর্থিক অনুদানের নামে চাঁদা দাবি করা হয়েছে। ইতোমধ্যে এ ব্যাপারে দুইজন ব্যক্তি তার কাছে অভিযোগ করেছেন।
তিনি জানান, যদি কেউ জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করে তবে তার বা তাদের আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া তিনি জনগণকে এ ব্যাপারে সর্তক থাকার আহবান জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিজ্ঞপ্তি পোষ্ট দিয়েছেন।
ব্যক্তিগত ফেসবুক আইডিতে জেলা প্রশাসক লিখেছেন, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এক শ্রেণীর অসাধুচক্র তার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ধর্নাট্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিকট আর্থিক অনুদান দাবি করেছে মর্মে খবর পাওয়া যাচ্ছে। জেলা প্রশাসক, গাজীপুর এর নাম ব্যবহার করে যে কোন ব্যক্তি যেকোন স্থানে কোন প্রকার চাদা অথবা অনৈতিক সুবিধা দাবি করলে এ ধরণের বেআইনি কর্মকান্ডে সাড়া না দিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের ই মেইলে অখবা ইনবক্সে অথবা এনডিসি গাজীপুরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে সকল সকল নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।’