শেখ হাসিনার-চিন্তা ও অনুপ্রেরণায় মধ্যম আয়ের দেশ বাংলাদেশ: যুবলীগ

0
0

প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ২৯ মার্চ ঠাকুরগাঁও জেলা স্কুল সমাবেশ সফল করার লক্ষে শনিবার ঠাকুরগাঁও বিডি হল মাঠে বিকালে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় প্রধান অতিথি যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন- তাই রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আগামী ২৯ মার্চ জনসভাকে সফল করার লক্ষ্যে আজকের রংপুর বিভাগীয় প্রতিনিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নেত্রীর সভাটি হচ্ছে-নির্বাচনী সভা, আমাদের প্রথম কাজটি হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা। ১১টার মধ্যে মাঠে প্রবেশ করা। সবুজ ক্যাপ, সবুজ গেঞ্জি, গলায় লাল ফিতা, হাতে ১ হাত পরিমান কাঠিতে যুবলীগের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করে বসে থাকা। নেত্রী মাঠ ত্যাগ না করা পর্যন্ত বসে থাকা। আর আওয়ামী লীগ নেতৃবন্দের সাথে সমন্বয় রক্ষা করা। আমরা সংগঠন করি। সংগঠিত করা আমাদের কাজ। নেতাকর্মীর সমন্বয় করা। সেতুবন্ধন তৈরি করা । দলের এমপি, মন্ত্রী, মেয়র এবং জনতার সাথে সেতুবন্ধন তৈরি করা।

তিনি আরো বলেন, সংগঠন করতে হলে আন্দোলন লাগবে। অর্থাৎ সংগঠন-আন্দোলন, আন্দোলন-সংগঠন। অর্থাৎ কর্মসূচী প্রনয়ণ করতে হবে। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পড়লে যদি কর্মসূচী থাকে, রুটিন থাকে চাকরী ব্যবসা যাই করি দৈনিক যদি কর্মসূচী থাকে-সংগঠন বা দলে কেন নেই। সেই কর্মসূচীর প্রনয়ণ করতে হবে। প্রত্যেকটি সভাকে কর্মসূচীর সভায় রপান্তরিত করতে হবে। আতœীয়তার সভায় রুপান্তরিত করতে হবে। সেই সভা সাংগঠনিক সভা, কর্মীসভা, বর্ধিত সভা, কর্মসূচীর সভা, সম্ভাবনার সভা, মাটি, পানি, সম্পদ, কর্মক্ষমতাকে যথাযথভাবে ব্যবহার করার দিক নির্দেশনা দিতে হবে। শেখ হাসিনার-চিন্তা ও অনুপ্রেরণার শক্তির বাংলাদেশ, বলা যেতে পারে-ইন্সপিরেবল ইন্ডাষ্টিজের বাংলাদেশ। আবার আন্দোলন বলতে কেবল রাজপথে মিছিল না, আন্দোলন মানে মাঠে কেবল বক্তৃতা দিয়ে মাঠ গরম করা নয়। আন্দোলন মানে নিরবিচ্ছিন্ন নিষ্ঠায় একটি আদর্শ বাস্তবায়ন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, একটি দর্শনের আলোকে জনগণকে উদ্ধুব্ধ করা। চিন্তার মধ্যে শক্তি আনা, অথবা কল্পনাকে বাস্তবায়ন করার কাজটি নানা কৌশলেই করতে পারেন। সেই দর্শনটি হলো- রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগলে ক্ষমতায়ন’-এই দর্শনটির প্রবক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগ পৃথিবীর ৩৯টি রাষ্ট্রের গবেষক, বুদ্ধিজীবী, অধ্যাপক, রাজনীতিবিদ, সাংবাদিক সমন্বয়ে এবং বিভিন্ন রার্ষ্টের বিশ্ববিদ্যালয়ের সেমিনার, কর্মশালা, যুক্তিতর্ক এবং গবেষনার সফল এটি। বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ ও উন্নয়ন মডেলের পতাকাবাহী সংগঠন। এই দর্শনের মুল কথা-জনগণকে ক্ষমতার কেন্দ্রে আনা। জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা। অধিকার বলতে ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার।মনে রাখতে হবে-জাতি হিসেবে আমাদের সৌভাগ্য যে আমরা শেখ হাসিনার মতো একজন নেতা পেয়েছি। আবার আমাদের দুর্ভাগ্য হলো-আমরা এই নেতাকে আবিস্কার করতে পারিনি। তাঁকে যথাযথ মূল্যায়ন করতে পারিনি। পারিনি তাঁর চিন্তা চেতনা ও দর্শনের গভীরতা উপলব্ধি করতে। পারছি না তাঁকে আমরা দশজন সরকার প্রধান বা দলীয় নেতার কাতারেই রাখছি। অথচ বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশী আলোচনা হচ্ছে যে সরকার প্রধানকে নিয়ে-তারি নাম শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা বিশ্বের ২য় সরকার প্রধান। ঠাকুরগাঁও জেলা যুৃবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্তর সমীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য সামসুল আবেদীন, মোঃ ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, আবুল বাসার, যুগ্ম সম্পাদক মহি উদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক মুহা: বদিউল আলম, এমরান হোসেন খাঁন, আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনু, দক্ষিন সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, সম্পাদক মন্ডলীর সদস্য আরমান হক বাবু প্রমূখ।