০৭ টি দেশীয় ধারালো অস্ত্রসহ ০৫ ডাকাত আটক করেছে র‌্যাব-৭

0
107

র‌্যাব-৭, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মধুরছড়া এলাকায় ৭/৮ জন অস্ত্রাধারী সন্ত্রাসী অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে ১৯/০৩/১৮ ইং তারিখ রাত ২১.০৫ ঘটিকার সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ০৫ জন “জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক” ১। মোঃ করিম (৪৬), পিতা-মৃত রফিক, সাং-ই-ই জোন ব্লক ১-২, ২। মোঃ আমিন (২৬), পিতা-মৃত হাবিবুল্লা, সাং-মধুরছড়া, কুতুপালং এএ-বি ব্লক, ৩। মোঃ শাকের (২০), পিতা-নূর মোহাম্মদ, সাং- মধুরছড়া, এএ-বি ব্লক, ৪। মোঃ রশিদ (২১), পিতা-মৃত নুর আলম, সাং-কুতুপালং, ই-১ ব্লক (নতুন), ৫। মোঃ নূর ইসলাম (২৬), পিতা-আবু বক্কর, সাং-নাইটংপাড়া, সর্বথানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের’কে আটক করা হয় এবং আসামীদের নিকট হতে ০৭ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা উক্ত অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে এবং শরনার্থী ক্যাম্পে প্রভাব বিস্তারের লক্ষ্যে তারা সর্বদা অবৈধ অস্ত্র মজুদ রাখে। আসামীরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করতঃ দঃবিঃ ৩৯৯/৪০২ ও আমর্স এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯-অ ১৯-ঋ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

উপ-পরিচালক, কোম্পানী কমান্ডার