রাজধানীর মিরপুরে অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীর গুলিতে পুলিশ পরিদর্শক নিহত

0
0

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়িতে পুলিশ খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. জালালউদ্দিন। সোমবার মধ্যরাতে ওই স্কুলের পাশে বাড়িটিতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলি পরিদর্শক জালালউদ্দিনের মাথায় বিদ্ধ হয়। পুলিশের গোলাগুলি হয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় জালালউদ্দিনকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।

এর আগে সোমবার মধ্যরাতে মধ্য পীরেরবাগের ওই বাসায় অভিযানে যায় পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটায় ও পুলিশের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়।পরে বাড়িটিকে ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

ঘটনাস্থলে উপস্থিত ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেন, ওই বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং বিস্ফোরণ ঘটনায়। এতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীরা কোনো জঙ্গি গোষ্ঠীর কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন: এরা জঙ্গি গোষ্ঠীর কেউ কি না এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা তদন্তের বিষয়। সন্ত্রাসীরা বাসার পেছনের বারান্দা দিয়ে দেয়াল টপকে পালিয়ে গেছে। এখন বাড়িতে তল্লাশী চলছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, এখনো কোন বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার হয়নি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, মাসখানেক আগে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধার করতেই এ অভিযান চালানো হচ্ছিল। মিরপুরের মধ্য পীরেরবাগের ওই বাসায় সন্ত্রাসীরা অস্ত্র-বিস্ফোরক নিয়ে অবস্থান করছে এরকম তথ্যে ডিবি পশ্চিমের সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন সোমার নেতৃত্বে অভিযান চালানো হয়।