বাড্ডা থানা পেল নিজস্ব জায়গা

0
0

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানা পুলিশ পেল নিজস্ব থানা ভবনের জায়গা। ইস্টার্ন হাউজিং লিমিটেড (ইএইচএল)এর পক্ষ থেকে রাজধানীর আফতার নগর এলাকায় বাড্ডা থানার জন্য ২০ কাঠা জমি দেয়া হয়। ২০ মার্চ, ২০১৮ বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে ইএইচএল এর এমডি ধীরাজ মালাকার ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম কাছে জমির মালিকানা হস্তান্তর করেন।

পুলিশের সঙ্গে আমাদের অনেক দিনের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে এমডি বলেন, আজ বাড্ডা থানাকে ২০ কাঠা জমির মালিকানা হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। পুলিশের কাছ থেকে আমরা সবসময় সহযোগিতা পেয়ে থাকি। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ইস্টার্ন হাউজিং লিমিটেড এর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কমিশনার বলেন, অতীতেও পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইস্টার্ন হাউজিং সহযোগিতা দিয়েছে। ডিএমপি’র অনেক থানার জায়গা অতি স্বল্প ও ভাড়াকৃত হওয়ায় ভালো মানের সেবা প্রদানে বিঘিœত হচ্ছে। এই নিজস্ব জায়গার ফলে বাড্ডা থানার সেবার মান অনেক বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, আমরা সবাই কাজ করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা দেশের জন্য দেশের উন্নয়নে নিজেদের জীবন সবসময় ঝুঁকিতে রেখে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান বলেন, সরকারী নিয়ম অনুযায়ী প্রত্যেক হাউজিং কোম্পানী থানা, ফাঁড়ি ও ক্যাম্পের জন্য জমি বরাদ্দ দিবে। সেই লক্ষ্যে ইস্টার্ন হাউজিং লিমিটেড তাদের আফতাব নগর থেকে বাড্ডা থানার জন্য উল্লেখিত জমি দিয়েছে। আফতাব নগরের ‘এম ব্লকে’ থানার জন্য জায়গা দেয়া হয়েছে। আফতাব নগরের কাজ সম্পন্ন হলে থানা এলাকাটি হবে হাউজিং এর মধ্য স্থান। এছাড়াও হাউজিং এলাকার নিরাপত্তায় ৫০০ সিসি ক্যামেরা স্থাপনের একটা প্রজেক্ট হাতে নিয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

এর আগে ডিএমপি কমিশনার গত রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশ পরিদর্শক মোঃ জালাল উদ্দীন পিপিএম এর রুহের মাগফেরাত কামনাসহ গভীর শোক করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ইস্টার্ন হাউজিং লিমিটেড এর জেনারেল ম্যানেজার তপন কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা