তিন পা ওয়ালা মুরগী দেখতে জনতার ভিড়

0
0

মুরগী দুই পা ওয়ালা হয়ে থাকে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর জননী পোল্ট্রীতে মিলেছে তিন পা ওয়ালা মুরগি! এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। মুরগীটিকে এক নজর দেখতে প্রতিদিন মানুষ ওই পোল্ট্রী খামারে ভিড় জমাচ্ছে।

জননী পোল্ট্রীর খামারের মালিক মামুন পাটোয়ারী জানান, প্রতিবারের মত গতবার খামারে এক দিনের বাচ্চা উঠানোর কিছুদিন পর দেখেন ১টি বাচ্চা ঠিকমত হাটতে পারছে না। বাচ্চাটি ধরে দেখেন বাচ্চাটির তিনটি পা। মনে করেছিলেন বাচ্চাটি হয়তো বেশিদিন বাঁচবে না। কিন্তু আশ্চর্য্যের বিষয় মুরগীটির বয়স এখন ৫ মাস। মুরগীটি সুস্থ্য আছে ও নিয়মিত ডিমও দিচ্ছে। তিন পা বিশিষ্ট মুরগীর খবর পেয়ে ফেনীর বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই লোকজন এসে ভিড় জমাচ্ছে মুরগীটিকে এক নজর দেখতে। মামুন বলেন, যারাই দেখতে আসছে খামারের কর্মীরা মুরগীটিকে একপাশে আলাদা ভাবে রেখেছে সবাই যেন দেখতে পারে।এই প্রতিবেদকের সাথে খামার প্রাঙ্গনে কথা হয় দর্শনার্থী মো. মুস্তাফিজের সাথে। মুস্তাফিজ বলেন, এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে তিনি এসেছেন তিন পা বিশিষ্ট মুরগী দেখতে। মুরগীর হাটা চলা মোবাইল ফোনে ভিডিও করে ফেসবুকে আপলোড করবো। অনেকে দেখার সুযোগ পাবে।দেখতে আসা শহিদুল বলেন, আল্লাহ সৃষ্টি অপার। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিন পা নিয়েও মুরগীটি সুস্থ্য আছে জেনে দেখতে এসেছি।