২৩ মরদেহ নিয়ে দেশে পৌঁছেছে বিশেষ বিমান

0
0

নেপাল থেকে দেশে পৌঁছেছে ২৩ বাংলাদেশির লাশবাহী বিমান। এর আগে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ২টা ৩০ মিনিটে বাংলাদেশিদের মরদেহ নিয়ে রওনা দেয় বিমানবাহিনীর বিশেষ একটি বিমান । গত ১২ মার্চ ওই ত্রিভুবন বিমানবন্দরেই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান এসব বাংলাদেশি। এর আগে সোমবার সকাল ৯টার দিকে নেপালে বাংলাদেশ দূতাবাসে জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। আর সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ৩ জনের মরদেহ এখনও শনাক্ত হয়নি। এ তিনজনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয়, তা হলে সময় লাগবে ১০-২১ দিন।