কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ফাইনালে জিতে প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ পূরণ হলো না টাইগারদের। উত্তেজনা আর রোমাঞ্চকর সেই ম্যাচে ৪ উইকেটেজেয় পায় ভারত।
পুরো ম্যাচে বাংলাদেশের সেরা সময় ছিল দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারটি। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অনবদ্য বোলিংয়ে বিজয় শঙ্করকে ৫টি ডট বল খেলিয়ে শেষ বলে মনীশ পাণ্ডেকে (২৮ রান) আউট করেন।
তবে ১৯তম ওভারে বাংলাদেশ আর জয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ান দীনেশ কার্তিক। তার ব্যাটই শেষ বলে ছক্কা হাকিয়ে জয়ের হাসি হাসায় টিম ইন্ডিয়াকে। এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরা টুর্নামেন্টটিতে দুর্দান্ত খেলেছি এবং শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছি। কিন্তু আজকের ম্যাচটিতে জয়টা মোটেও সহজ ছিল না। বিশেষ করে মুস্তাফিজের বলগুলো খেলা কষ্টকর ছিল।’