কাল থেকে শুরু হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এর ‘শান্তি’ শীর্ষক মাসব্যাপী একক চিত্রকর্ম প্রদর্শনী

0
197

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ভারতের গ্যাঞ্জেস আর্ট গ্যালারীর যৌথ উদ্যোগে স্বাধীনতা পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এর ‘শান্তি’ শীর্ষক ১৯ মার্চ থেকে ১৮ এপ্রিল ২০১৮ পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ২নং গ্যালারীতে মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী প্রতিদনি সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

আগামীকাল ১৯ মার্চ ২০১৮ সোমবার বিকাল ৪.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন গ্যাঞ্জেলস আর্ট গ্যালারী (ভারত) এর পরিচালক মিজ স্মিতা বাজোরিয়া, শিল্পীর সম্ভাষণ শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সভাপতির বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েল সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান।

এছাড়াও অনুষ্ঠান আয়োজনে থাকছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এর লেখা ‘আমার মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ- কে ক্রেস্ট প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান, শিল্পী’র উপর নির্মিত প্রামাণ্য চিত্র ‘কালার অফ ফ্রিডম’ এর অংশ বিশেষ প্রদর্শনী, অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং উদ্বোধনী আলোচনা ও অন্যান্য পর্ব শেষে জাতীয় চিত্রশালা ভবনের ২নং গ্যালারীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদর্শনীর উদ্বোধন।

উক্ত আয়োজন উপলক্ষে আজ ১৮ মার্চ ২০১৮ রবিবার বিকাল ৪.০০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, গ্যাঞ্জেলস আর্ট গ্যালারী (ভারত) এর পরিচালক মিজ স্মিতা বাজোরিয়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, একাডেমির পরিচালক জনাব আশরাফুল আলম পপলু এবং ইউএনবি এর পরিচালক নাহার খান।