গাজীপুরে কাপাসিয়ার এক রিসোর্টে অত্যাধুনিক ইলেকট্রিক বিপ দিয়ে তরল মাদক সেবনের দায়ে দুই যুবককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের জয়নালের ছেলে রাকিব (১৮) ও নাসিরউদ্দিনের ছেলে নাজমুল হাসান (২০)। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম জানান, কাপাসিয়ার তরগাঁও এলাকাস্থ পালকি রিসোর্টে শনিবার সন্ধ্যায় কয়েক যুবক অত্যাধুনিক ইলেকট্রিক বিপ দিয়ে তরল মাদক সেবন করছিল। এ গোপন খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে তরগাঁও গ্রামের কাশেমের ছেলে আরাফাত (১৫), জয়নালের ছেলে রাকিব (১৮), রতনের ছেলে নাজমুল হোসেন (১৯), নাসিরউদ্দিনের ছেলে নাজমুল হাসান (২০), মনসুর আলীর ছেলে সোহাগ হাসান (১৫) ও মোমেনের ছেলে ইয়াছিন (১৯) নামের ৬ যুবককে আটক করা হয়। পরে স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে রাকিব ও নাজমুল হাসানকে তিনশ’ টাকা করে মোট ছয়শত টাকা অর্থদন্ড ও আদায় করে। এসময় আদালত ওই যুবকদের সতর্ক করে ছেড়ে দেয়।