সরকারের এমপি-মন্ত্রীরা ভোটারবিহীন একতরফা নির্বাচনের যে ঘোষণা দিচ্ছে-তা বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই নির্বাচন নিয়ে এই নীলনকশা করছে বলেও সামলোচনা করেন তিনি।রিজভী বলেন, জনগণই সরকারের সকল ষড়যন্ত্র ভেঙে গুঁড়িয়ে দেবে।
ক্ষমতাসীনরা প্রতিহিংসার রাজনীতি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান রিজভী। বিএনপি নেত্রীকে ছাড়া কোনো নির্বাচনই এদেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।একাদশ নির্বাচন নিয়ে সরকার ছিনিমিনি খেললে তা প্রতিরোধ করা হবে বলে সতর্ক করে দিয়েছেন রুহুল কবির রিজভী।তিনি বলেন, খালেদা জিয়া ছাড়া জাতীয় নির্বাচন হতে দেবে না এদেশের জনগণ। ২০১৪ সালের ৪ জানুয়ারির মতো ভোটারবিহীন একতরফা নির্বাচনও আর এদেশে করতে দেওয়া হবে না।আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন নিয়ে ছিনিমিনি খেললে কাঁটাতারের বেড়া নয়, চীনের প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ধাক্কায় গুঁড়িয়ে দেওয়া হবে।
একাদশ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে রিজভী বলেন, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, যেই নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া। সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।রিজভী বলেন, পিঠাভাগের মতো সংসদীয় আসনের সিংহভাগ আওয়ামী লীগ নিজেদের কবজায় রেখে বাকি আসন অন্য দলকে বণ্টন করার কথা শোনা যাচ্ছে- এটা নির্বাচনহীন একদলীয় শাসনের নমুনা। ওবায়দুল কাদেরের কথায় যে আনুষ্ঠানিকতার কথা বলা হয়েছে সেটা এটার (একদলীয় নির্বাচন) আলামত কি না -তা জনগণের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আসন ভাগাভাগির বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই কথার মধ্য দিয়ে।আমরা বলতে চাই, যতই আসন ভাগাভাগি করেন না কেন, যতই বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন এদেশের জনগণ হতে দেবে না। বিএনপি একতরফা ভাগাভাগির নির্বাচনকে কেবল প্রত্যাখানই করবে না, জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ধাক্কায় সেই নির্বাচনকে গুড়িয়ে দেওয়া হবে।নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, সাইফুল ইসলাম পটু উপস্থিত ছিলেন।