রোববার নিহতদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু

0
0

নেপালে পেন দুর্ঘটনায় নিহতদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হবে আগামী রোববার (১৮ মার্চ) থেকে। এজন্য বাংলাদেশ পাসপোর্ট অফিস থেকে ইতোমধ্যে নেপালে নিহতদের আঙ্গুলের ছাপ পাঠানো হয়েছে।নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের আহত যাত্রীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে সরকার।শনিবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সংবাদ সম্মেলনে ১৩ সদস্যের এই কমিটি গঠনের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তদরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।এই বোর্ডের নেতৃত্বে থাকবেন ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. আজাদ বলেন, বোর্ডের বাকি ১২ জন হলেন বিভিন্ন বিভাগের। এটি ইন্টার ডিসিপ্লিনারি। এখন থেকে যতদিন পর্যন্ত আমরা রোগীদের চিকিৎসা দেব, ততদিন পর্যন্ত তারা একসাথে পরামর্শ করে সবকিছু ঠিকঠাক করবেন।বিধ্বস্ত বিমানের আহত ১০ যাত্রীর মধ্যে চারজন এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছেন। তারা হলেন- শাহরিন আহমেদ, মেহেদী হাসান, সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও আলমুন নাহার অ্যানি।শনিবার আনা হয় রাশেদ রুবায়েতকে। আরও দুজন কবির হোসেন ও মো. শাহীন বেপারিকে রোববার ঢাকায় আনা হবে বলে ডা. আজাদ জানান।প্রাথমিক পর্যায়ে নিহতদের, তারপর ঘড়ি-গহনা ইত্যাদি দিয়ে চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু হবে। এরপরও চিহ্নিতকরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি হলে ডিএনএ টেস্টের মাধ্যমে চিহ্নিত করা হবে। শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।তিনি বলেন, আজকে মধ্যে সর্বমোট ৪৯ জনের ময়নাতদন্ত করা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ শুরু হবে রোববার থেকে। শনাক্তকরণের কাজ শেষ হলেই নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরত দেওয়া হবে।

আহত বাকি পাঁচজন বাংলাদেশিদের ব্যাপারে তিনি আরো বলেন, আজকে রুবাইয়াত রশিদ নামে একজন বাংলাদেশে আসবেন এবং ঢামেকে চিকিৎসার জন্য ভর্তি হবেন। আরো বাকি দু’জন কবির হোসেন ও শাহিন বেপারী আসবেন রোববার। তাদের সঙ্গে আমাদের পাঠানো মেডিকেল টিমের একজন চিকিৎসক আসবেন কেননা রোগী দু’জনের হাড় ভাঙার মাধ্যমে অর্থোপেডিক সমস্যা রয়েছে। এছাড়া বাকি দু’জনের মধ্যে একজন ইমরানা কবিরকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দিলিতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। ইমরানার শ্বাসনালিসহ প্রায় ৩৮ শতাংশ পুড়ে গেছে। তবে আশঙ্কাজনক অবস্থায় নেই। এছাড়া ইয়াকুব নামে আরেকজন নেপালে চিকিৎসারত অবস্থায় থাকবেন। সেখানে আমাদের পাঠানো মেডিকেল টিমের একজন চিকিৎসক থাকবেন এবং বাকি সবাই বাংলাদেশে ফিরে আসবেন।বার্ন ইউনিটে চিকিৎসারত আহতদের চিকিৎসার ব্যাপারে তিনি আরো বলেন, আহতরা যারা হাসপাতালে ভর্তি আছেন তারা সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হচ্ছে এবং উন্নত মানের চিকিৎসার লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীরা আশঙ্কামুক্ত তবে তারা মানসিকভাবে বিপর্যস্ত। তাই মেডিকেল বোর্ডে মানসিক রোগ বিশেষজ্ঞ রাখা হয়েছে। যারা শনিবার (১৭ মার্চ) সকালে রোগীদের পর্যবেক্ষণ করে গেছেন এবং রোগীরা আশঙ্কামুক্ত তিনি বিষয়ে কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত আরও তিনজনকে দেশে ফেরানোর পর শুক্রবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছেকাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত আরও তিনজনকে দেশে ফেরানোর পর শুক্রবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।নেপালে চিকিৎসাধীন ইমরানা কবির হাসিকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ভারতে। আহত রিজওয়ানুল হককে নেপাল থেকেই সিঙ্গাপুরে নিয়ে গেছেন তার বাবা।ডা. আজাদ জানান, বর্তমানে ঢাকা মেডিকেলে যারা রয়েছেন, তারা আশঙ্কামুক্ত।গতকালই আমরা লক্ষ্য করেছিলাম তাদের বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে তাদের মানসিক ট্রমা হয়েছে। তাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া দরকার।

তিনি বলেন, রোগীদের এখন যে ধরনের অবস্থা তাতে মেডিকেল বোর্ড গঠনের প্রয়োজনীয়তা না থাকলেও সর্বোচ্চ পর্যায়ের মনোযোগ দেওয়ার জন্য তা গঠন করা হয়েছে নেপালে যে দুজন থেকে যাচ্ছেন, তাদের একজনকে শনিবারই তার আত্মীয়-স্বজনদের সিদ্ধান্তে দিল্লি নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের।যাকে দিলি নেওয়া হবে তার শারীরিক অবস্থা তুলনামূলক খারাপ হলেও তার জীবনাশঙ্কা নেই। আমরা নেপালে ভালোভাবে কথা বলে জেনেছি।বাকি যিনি নেপালে থাকবেন, তার পরিবারের সদস্যরা নেপালেই চিকিৎসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান ডা. আজাদ।বাংলাদেশের সাতজন চিকিৎসক এখন পর্যন্ত নেপালে অবস্থান করছেন বলে জানান তিনি। নেপালে যে একজন রোগী চিকিৎসা নিচ্ছেন, তার জন্য আমাদের একজন চিকিৎসক সার্বক্ষণিক সেখানে থাকবেন। বাকিদের হয়ত আমরা নিয়ে আসব।

এদিকে, নেপালে পেন দুর্ঘটনায় আহতদের মধ্যে শনিবার (১৭ মার্চ) পর্যন্ত যে ক’য়জন এসেছে তাদের মধ্যে শেখ রাশেদ রুবায়েতের অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। বিকেলে ৪টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢামেকে এসে পৌঁছায় নেপালে পেন দুর্ঘটনায় আহত রাশেদকে বহনকারী অ্যাম্বুলেন্স। এর কিছু পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সামন্ত লাল। তিনি বলেন, রাশেদ রুবায়েতের বুকের পাঁজরে একটি হাড়ে ফ্রাকচার আছে ও পায়েও ইনজুরি আছে। তার লাংসে সমস্যা আছে বলে জানতে পেরেছি, তবে পরীক্ষা করে দেখা গেছে কোনো সমস্যা নেই। তিনি এ ঘটনায় আহত অন্যান্য রোগীদের থেকে ভালো আছেন। তবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ছয়তলার কেবিন ব্লকে রাখা হয়েছে।তিনি আরও বলেন, রোববার সকাল ১০টায় আহতদের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যে মেডিকেল বোর্ড বসবে। এরপর চিকিৎসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা জানানো হবে।নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত যাত্রী শেখ রাশেদ রুবায়েত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে করে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে নেপাল থেকে আসা এক সহকর্মী মাইনুল হাসান সাংবাদিকদের জানান, আহতের মধ্যে রাশেদই ভালো আছেন। তবে তার বুকের পাঁজরে একটু সমস্যা আছে। নেপালের চিকিৎসকরা তার লাংসে সমস্যার কথা আমাদের জানিয়েছিলেন। বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭২ ফ্লাইটে করে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। সাড়ে ৩টার দিকে রাশেদ রুবায়েতকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢামেকের উদ্দেশে রওনা দিয়ে বিকেল ৪টা ১১ মিনিটে পৌঁছায়। এর আগে শুক্রবার (১৬ মার্চ) রাশেদের ছাড়পত্র দেয় কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

রাশেদের আগে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১ দুর্ঘটনায় একই পরিবারের আহত যাত্রী কামরুন নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি ও মেহেদী হাসানকে শুক্রবার ঢাকায় আনা হয়। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন। এর আগে বৃহস্পতিবার (১৫ মার্চ) আহত যাত্রী শাহরিন আহমেদকে আনা হয়। তিনিও ভর্তি রয়েছেন বার্ন ইউনিটে। অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট। এতে পেনের ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লাইটটির পাইলট, কো-পাইলট, ক্রুসহ ২৬ বাংলাদেশি আরোহীর মৃত্যু ও ১০জন আহত হয়েছেন।