আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেশের জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে চায়।বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, দল বিহীন নয়, আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবো আমরা। সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। কোন দল এলো বা না এলো তাতে আমাদের কিছুই করার নেই।
মোহাম্মদ নাসিম শনিবার দুপুরে আজিমপুর এতিম খানায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি এই খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।মোহাম্মদ নাসিম বলেন, আমরা কোন দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। কোন দল যদি নির্বাচনে না আসে তাহলে আমাদের কি করার আছে। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা আগামী নির্বাচন করবো। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সংবিধানের বাইরে যাব না। সংবিধানের বাইরে যাবার সুযোগ আমাদের নেই। বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান মেনে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একই ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম।বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।এ সময়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ছাত্রলীগকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ছাত্রলীগকে পাড়া-মহল্লার বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে রাজধানীর উইলিস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন মোহাম্মদ নাসিম।স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আরিফুর রহমান টিটুর সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, স্বেচছা সেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, ঢাকা মহানগর উত্তর স্বেচছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ার উল ইসলাম বিপুল প্রমুখ বক্তব্য রাখেন।